চুঁচুড়া এলাকার অনেক বড় বড় পুজোই নাম কিনেছে বিগত কয়েক বছরে। তারই মধ্যে চুঁচুড়া ও চন্দননগরের মধ্যবর্তী তালডাঙ্গা নাইন স্টার ক্লাবের পুজো বিশেষভাবে বিখ্যাত। গত বছর থেকে থিমপুজোতে পা দিয়েছেন তাঁরা। চলতি বছর ৩৮তম বর্ষে পা দিল এই পুজো।
ক্লাবের তরফ থেকে শুভজিৎ দাস জানালেন, ‘‘আমাদের পুজোর থিম কোনও নামকরা শিল্পী দিয়ে মণ্ডপসজ্জা করাই না, আমরা নিজেরাই হাতে হাতে কাজ করি মণ্ডপকে গড়ে তোলার জন্য। এই বছর আমাদের থিম হল হারিয়ে যাওয়া শৈশব নিয়ে। শহর হোক বা শহরতলি ছেলে মেয়েদের জীবন থেকে খেলাধুলোর পাট প্রায় চুকেই গিয়েছে। আমরা চাইছি সেই সব ছোটবেলার স্মৃতিকে তুলে আনতে আমাদের মণ্ডপে। মণ্ডপসজ্জায় ব্যবহার হয়েছে কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল, তাই দিয়েই আমরা তুলে ধরছি বিভিন্ন ছবি ও মুহুর্ত”।
এই বছর অসিত পাল মূর্তি গড়েছেন এই পুজোর জন্য। প্রতি বছরই ঘুরিয়ে ফিরিয়ে নানা প্রতিমা শিল্পীকে বরাত দেওয়া হয় এই পুজোয় প্রতিমা গড়তে।
কী ভাবে যাবেন দিল্লি রোড হয়ে সোজা সুগন্ধা মোড় পৌঁছে যান। সেখান থেকে ডানদিকে চুঁচুড়া স্টেশনের দিকে আসতে হবে। তা পেরিয়ে গেলেই এসে পৌঁছবেন খাদিনা মোড়ে, একটু এগোলেই তার সামনেই পেয়ে যাবেন তালডাঙা মোড়, এই পুজো মণ্ডপের বড় সুসজ্জিত গেট নজর পড়বে তখনই।
থিম- আমার গ্রাম আমার শৈশব
থিম শিল্পী- ক্লাবের সদস্যেরা
প্রতিমা শিল্পী- অসিত পাল
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।