Jagadhatri Puja in Chandannagar

চন্দননগরে যেতে পারছেন না? এ বছর শোভাযাত্রার সরাসরি সম্প্রচার দেখতে পাবেন দূরে বসেও

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রা দেখার জন্যই কাতারে কাতারে মানুষ ভিড় করেন চন্দননগরে। কিন্তু সকলের পক্ষে বিভিন্ন কারণে যাওয়া সম্ভব হয় না।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১০:৫৬
Share:

প্রতীকী চিত্র

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো যেমন বিখ্যাত, ঠিক তেমনই জনপ্রিয় তার বিসর্জনের শোভাযাত্রা। এই পুজোর জন্য মানুষ যে রকম অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, ঠিক সে ভাবেই অপেক্ষা করেন জমকালো শোভাযাত্রা দেখার জন্য।

Advertisement

শুধুমাত্র এই শোভাযাত্রা দেখার জন্যই কাতারে কাতারে মানুষ ভিড় করেন চন্দননগরে। কিন্তু সকলের পক্ষে বিভিন্ন কারণে যাওয়া সম্ভব হয় না।

সেই কারণেই এই প্রথম চন্দননগরের কেন্দ্রীয় কমিটি বিসর্জন শোভাযাত্রার সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে। এই সম্প্রচার সমগ্র বিশ্ব দেখতে পাবে কমিটির ফেসবুক পেজ থেকে।

Advertisement

২০২৪-এ দশমী পড়েছে ১১ নভেম্বর। প্রতিমার শোভাযাত্রা শুরু হবে ওই দিন সন্ধে থেকে। চলবে ১২ নভেম্বর ভোর পর্যন্ত। এই শোভাযাত্রায় প্রত্যেকটি প্যান্ডেলের মূর্তি এমন ভাবে থাকে, দেখে মনে হয় যেন কার্নিভাল চলছে। রাস্তার দুই ধারে অগুনতি মানুষের সমাবেশ প্রমাণ করে দেয় চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আড়ম্বর কোনও অংশেই কলকাতার দুর্গাপুজোর চেয়ে কম নয়।

শোভাযাত্রার সরাসরি সম্প্রচার দেখুন এখানে https://www.facebook.com/ChandannagarCentral1956

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement