Road Accident

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, প্রাণ গেল ছয় সাফাইকর্মীর, গুরুতর জখম আরও পাঁচ

সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। সে সময় ওই শ্রমিকেরা এক্সপ্রেসওয়ের নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। আচমকা একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে ছুটে এসে তাঁদের ধাক্কা মারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২৩:১৬
Share:
দুর্ঘটনার সেই দৃশ্য।

দুর্ঘটনার সেই দৃশ্য। ছবি: সংগৃহীত।

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ছ’জন সাফাইকর্মীর। শনিবার সকালে হরিয়ানার নুহ জেলার ফিরোজপুর ঝিরকা এলাকার ইব্রাহিম বস গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ জন। তাঁদেরকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের ধারে একটি অংশ পরিষ্কার করছিলেন ওই সাফাইকর্মীরা। তখনই আচমকা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান এসে তাঁদের পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জনের। নিহতদের ছয় জনই মহিলা। তাঁদের মধ্যে পাঁচ জনের বাড়ি খেরি কালান গ্রামে, আর এক জন ঝিমরাওয়াত গ্রামের বাসিন্দা। এ ছাড়া, আরও পাঁচ জন গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও তাঁরা সেখানেই চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। সে সময় ওই শ্রমিকেরা এক্সপ্রেসওয়ের নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। আচমকা একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে ছুটে এসে তাঁদের ধাক্কা মারে। এর পর বেগতিক দেখে ভ্যান ফেলে রেখেই এলাকা ছেড়ে চম্পট দেন ভ্যানচালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তাও খতিয়ে দেখা হচ্ছে। ফিরোজপুর ঝিরকার ডিএসপি আজাইব সিংহ জানিয়েছেন, পুলিশ নিহতদের দেহ উদ্ধার করেছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement