বারাসত তরুছায়া ক্লাব। তাঁদের কালীপুজো এ বারে ৫৪তম বর্ষে।
আন্দামানের আদিবাসীদের জীবনযাত্রা উঠেছে এঁদের পুজোয়।
বিশেষ করে আন্দামানের আদি বাসিন্দাদের মাছ ধরা তুলে ধরা হয়েছে।
পাটকাঠি, নারকেল দড়ি, নারকেল ছোবড়া, বেলের খোল, তাল পাতার মতো জিনিস দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে।
আদিবাসীদের উপসনার বিষয়টিও ধরা এই হয়েছে মণ্ডপ।
মণ্ডপ তৈরি করেছেন শিল্পী সুদীপ।
প্রতিমা শিল্পী দিলীপ পাল।