Taruchaya Club Kali Puja

আন্দামানের জীবন হয়ে উঠল মা কালীর আরাধনার ক্ষেত্র! তা'ও বারাসতে

বারাসতের তরুছায়া ক্লাব। আন্দামানের আদিবাসীদের জীবন দেখালেন তাঁরা কালীপুজোয়।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ১৩:১৫
Share:
০১ ০৭
বারাসত তরুছায়া ক্লাব। তাঁদের কালীপুজো এ বারে ৫৪তম বর্ষে।

বারাসত তরুছায়া ক্লাব। তাঁদের কালীপুজো এ বারে ৫৪তম বর্ষে।

০২ ০৭
আন্দামানের আদিবাসীদের জীবনযাত্রা উঠেছে এঁদের পুজোয়।

আন্দামানের আদিবাসীদের জীবনযাত্রা উঠেছে এঁদের পুজোয়।

Advertisement
০৩ ০৭
বিশেষ করে আন্দামানের আদি বাসিন্দাদের মাছ ধরা তুলে ধরা হয়েছে।

বিশেষ করে আন্দামানের আদি বাসিন্দাদের মাছ ধরা তুলে ধরা হয়েছে।

০৪ ০৭

পাটকাঠি, নারকেল দড়ি, নারকেল ছোবড়া, বেলের খোল, তাল পাতার মতো জিনিস দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে।

০৫ ০৭

আদিবাসীদের উপসনার বিষয়টিও ধরা এই হয়েছে মণ্ডপ।

০৬ ০৭

মণ্ডপ তৈরি করেছেন শিল্পী সুদীপ।

০৭ ০৭

প্রতিমা শিল্পী দিলীপ পাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement