বারাসতের সন্ধানী শ্যামা পুজো কমিটি।
এ বারে তাঁদের পুজো ৬২তম বর্ষে।
তাঁদের এই বারের আয়োজনে গড়ে উঠেছে ইন্দোনেশিয়ার বালির মন্দিরের আদলে তৈরি মণ্ডপ।
দুই বিঘা জমির নিয়ে মাঠে এঁদের পুজো।
মণ্ডপের জন্য কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে।
প্রতিমায় আছে বিশেষ চমক।
প্রতিমা তৈরি করেছেন শম্ভু পাল।