রামমোহন স্মৃতি সংঘের পুজো এ বছর ৬৫ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এ বছরে তাদের থিম 'ডোর'। ভাবনার নেপথ্যে মূল বিষয়বস্তু সম্পর্কে ক্লাবের জনসংযোগ আধিকারিক হর্ষ জয়সওয়াল আনন্দবাজার অনলাইনকে বলেন, "ডোর বা সুতো এমন একটি জিনিস যা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। কিন্তু এই ধরনের তুচ্ছ জিনিসগুলি আমাদের জীবনের জন্য যে বার্তা দেয়, তা আমরা বুঝতে ব্যর্থ হই। এই ডোর সর্বশক্তিমানের সঙ্গে আমাদের বন্ধনকে নির্দেশ করে। তিনি আমাদের জীবনকে এমন অভূতপূর্ব এবং অকল্পনীয় উপায়ে পরিচালনা করেন যে, আমরা মানুষেরা তার পথগুলি বুঝতে ব্যর্থ হই। আমাদের মধ্যে বিদ্যমান এই সুতো, যা আমাদের সর্বশক্তিমানের সঙ্গে আবদ্ধ করে। তার মাধ্যমে তিনি আমাদের জীবন পরিচালনা করেন, কিছুটা পুতুল নাচের মতো। আমাদের মণ্ডপের মাধ্যমে জানি এই বার্তাই দিতে পারি যে, সর্বশক্তিমান আমাদের সঙ্গে আছেন এবং আমাদের জীবন পরিচালনা করছেন।"
পুজোর দিনগুলিতে রামমোহন স্মৃতি সংঘ ক্লাব নানা ধরনের সমাজসেবামূলক কর্মসূচিও রাখে। তার অন্যতম উদ্যোগ পঞ্চমীর দিনে বৃদ্ধাশ্রমে থাকা মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এ ছাড়াও সারা বছরই সমাজকল্যাণে বিভিন্ন কাজ করতে থাকে এই পুজো কমিটি।
কী ভাবে যাবেন?
মানিকতলা চালতাবাগান লোহাপট্টির পুজো পেরিয়ে পায়ে হেঁটে ৩ মিনিট।
থিম শিল্পী: রমেশ জানা
প্রতিমা শিল্পী: অলোক কুমার দে
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।