Beaten To Death in Canning

চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর, ক্যানিংয়ে খুন যুবক! তদন্তে পুলিশ

মৃতের পরিবারের দাবি, মোবাইল চুরি করেছেন, এই সন্দেহে যুবককে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে মারধর করেন কয়েক জন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৪:৫৫
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

চোর সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করার ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। মারের চোটে মৃত্যু হয়েছে ওই যুবকের। এই ঘটনায় শনিবার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার চন্দনেশ্বর থানার বাকরি গাজীপুর এলাকায় এক যুবককে কয়েক জন বেধড়ক মারধর পুকুরে ফেলে দেন বলে অভিযোগ। ওই ঘটনায় শোরগোল শুরু হলে ঘটনাস্থলে যায় চন্দনেশ্বর থানার পুলিশ। উদ্ধার হয় যুবকের দেহ। তবে কী কারণে তাঁকে খুন করা হয়েছে, সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেনি পুলিশ।

মৃতের পরিবারের দাবি, মোবাইল চুরি করেছেন, এই সন্দেহে যুবককে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে মারধর করেন কয়েক জন। মৃতের স্ত্রী বলেন, ‘‘বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয়েছে স্বামীকে।’’ জানা যাচ্ছে, পেশায় রিকশাচালক ছিলেন মৃত যুবক। তাঁর স্ত্রীর দাবি, যাঁরা স্বামীকে পিটিয়ে খুন করেছেন, তাঁদের মধ্যে তৃণমূলের স্থানীয় এক কর্মীও ছিলেন। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement