উত্তর কলকাতার নামকরা পুজোরগুলির মধ্যে অন্যতম তেলেঙ্গাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো।
প্রত্যেকবারের মতো এ বারেও তাদের থিম পুজোয় রয়েছে নতুনত্বের ছোঁয়া।
এই বছরের থিম ‘প্রান্তজনের আত্মকথা’। শিল্পী গোপাল পোদ্দারের সুচারু পরিকল্পনায় এবং হাতের যাদুতে সেজে উঠেছে মণ্ডপ। সীমান্ত বাংলার মানুষের জীবন এবং লোক উৎসবের সঙ্গে দুর্গা পুজোর চিরাচরিত রীতিকে মিশেল এই বছরের ভাবনার উৎস।
প্রান্তিক মানুষগুলির জীবন সংগ্রাম, আকাশে ওড়ার স্বপ্ন এবং টিকে থাকার জেদের গল্প বলার দায়িত্ব এই বছর নিয়েছে তেলেঙ্গাবাগানের এই পুজো। পাবেন টুসু উৎসবের আনন্দ।
পরিবেশ বান্ধব ঠোঙার ব্যবহার করা হয়েছে মণ্ডপ সজ্জার জন্য। দুর্গার মতোই বাংলার ঘরের আরেক মেয়ে টুসু।
বাংলা লোক সংস্কৃতি ভালবাসলে আপনাকেও আসতে হবে এই মণ্ডপে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।