কলেজ স্কোয়ার, মহম্মদ আলী পার্ক এবং সন্তোষ মিত্র স্কোয়্যার বা নেবুতলা পার্কের ঠাকুর না দেখলে পুরো মধ্য কলকাতার ঠাকুর দেখাই অদেখা থেকে যায়। প্রত্যেক বছরের মতো এই বছরও চমক সন্তোষ মিত্র স্কোয়্যারে।
এই বছরের এদের থিম অযোধ্যার রামলালা মন্দির।
কিছুদিন আগেই 'ঐতিহাসিক রায়ে' তৈরি উত্তরপ্রদেশে তৈরি হচ্ছে রাম মন্দির। এখানে এ বার পুজোয় তৈরি হয়েছে বিশাল আকারের অযোধ্যার রামলালা মন্দির।
শুধু মণ্ডপ সজ্জা নয়, সঙ্গে রয়েছে আলোক সজ্জাও। দুর্দান্ত এবং উন্নতমানের আলোতে এই মণ্ডপের রূপ যেন আরও ধরতে চেয়েছে রামমন্দিরের আবহাওয়াকে।
স্বভাবতই মানুষের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে এই পুজো। উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
এই মণ্ডপের উদ্বোধন করতে আসেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।