বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিকের প্রতিমা
যন্ত্রের উপর নির্ভর হতে হতে মানুষ নিজেই ক্রমশ যন্ত্রে পরিণত হয়েছে এবং দূরে সরে যাচ্ছে প্রকৃতির থেকে। মানুষকে আবার প্রকৃতির সঙ্গে একাত্ব করানোর চেষ্টায় এবার বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব আটকেছে ‘ব্যারিকেড’।
শিল্পী শিবশঙ্কর দাস মণ্ডপের চারিদিকে মানুষের যান্ত্রিক জীবনকে তুলে ধরেছেন বিভিন্ন ইন্সটলেশন যেমন এসি, টিভি ইত্যাদির মাধ্যমে। ‘ব্যারিকেড’ বলতে এখানে বাঁধা বা প্রতিবন্ধকতাকে বোঝানো হয়েছে যা মানুষকে রোবোটিক জীবন যাপন করতে বাধ্য করছে।
মণ্ডপের ভিতরের ইনস্টলেশন
মণ্ডপের ভিতরে এই রোবোটিক জগৎ পেরিয়ে দেখা মিলবে প্রাকৃতিক বিশ্বের, যা বোঝাচ্ছে এতো যন্ত্রের মধ্যে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার জন্য যেতে হবে প্রকৃতির মধ্যেই। প্রতিমার চারদিকে কাশফুলের বাগান, ভেসে বেড়াচ্ছে মেঘ। মায়ের পিছনে উড়ছে পাখি এবং ধরিত্রীর উপর দাঁড়িয়ে রয়েছেন তিনি। দেখতে গেলে প্রকৃতিকেই তুলে আনা হয়েছে দেবীর মধ্য দিয়ে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।