Durga Puja in Shibmandir

কখনও ভেবে দেখেছেন মণ্ডপশিল্পীরা কেমন আছেন? তাঁদের নিয়েই এই বছর শিবমন্দিরের ভাবনা ‘ব্রাত্য’

কেমন আছেন দুর্গা পুজোর মণ্ডপশিল্পীরা? সেই খোঁজ দিচ্ছে শিবমন্দিরের এবারের পুজো।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১২:৪২
Share:

শিবমন্দিরের প্রতিমা

দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো হল শিবমন্দিরের পুজো। প্রতি বছর এই পুজো নতুন নতুন থিম ও কারুকাজের মাধ্যমে দর্শকদের মন জয় করে। ২০২৪ সালেও এই পুজো তার ব্যতিক্রম ছিল না।

Advertisement

এই বছরের থিম ‘ব্রাত্য’। কেমন আছেন মণ্ডপশিল্পীরা? যাঁরা নিরন্তর মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, দুর্গাপুজোর প্রতিমা নির্মাণ এইসব কাজের মাধ্যমেই জীবিকা নির্বাহ করেন, নিজেদের অক্লান্ত পরিশ্রমে সাজিয়ে তোলেন এইসব অসাধারন সৃষ্টি, তাদের কেমন রেখেছে এই শহর? সেই ভাবনাই প্রতিফলিত হয়েছে শিল্পী পূর্ণেন্দু দে-র ভাবনায়।

মণ্ডপ

পূর্ণেন্দুবাবু তাঁর থিমের নাম দিয়েছেন 'ব্রাত্য', যেন বলতে চাইছেন, দুর্গা পুজোয়, পুজোর সঙ্গে যুক্ত মানুষেরাই আলোর রোশনাইয়ের মাঝে ব্রাত্য থেকে যান, থেকে যান অন্তরালে। হাজার জৌলুসে ঢাকা পড়ে যায় শিল্পীদের অক্লান্ত পরিশ্রমী মুখগুলো।

Advertisement

শিবমন্দিরের প্রতিমাগুলি সবসময়ই দর্শকদের মন কাড়ে। আলোকসজ্জা ও শব্দ ব্যবস্থার সঙ্গে মিলিয়ে একটি অসাধারণ উপস্থাপনা দর্শকদের আকৃষ্ট করছে এবং নতুন করে ভাবতে বাধ্য করছে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement