ছবি: সংগৃহীত
কলকাতার বিখ্যাত পুজোগুলির মধ্যে অন্যতম খিদিরপুর পল্লী শারদীয়ার পুজো। এ বছরের তাদের অভিনব বিষয় ভাবনা ‘আকার’। দুর্গাপুজোকে ঘিরে যে আকার তৈরি হয় সেটাই ফুটে উঠেছে তাদের এ বছরে বিষয় ভাবনায়। এখন প্রায় অলিতে গলিতে দুর্গাপুজো হয়। বহু শিল্পী বহু মানুষ দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে থাকে, কেউ প্রত্যক্ষভাবে কেউ বা পরোক্ষভাবে।
সকলে একত্রিত না হলে এত বড় করে দুর্গাপুজোর আয়োজন করা সম্ভব নয়। এই বছর খিদিরপুর পল্লী শারদীয়ার পুজোয় সম্মান জানানো হচ্ছে সেই সব মানুষদের, সেই সকল শিল্পীদের।
উদ্যোক্তাদের মতে, দুর্গাপুজোর এই আকার ও ব্যাপ্তিকেই তুলে ধরা হয়েছে পল্লী শারদীয়ার এ বছরের ভাবনায়। ‘আকার’ বিষয় ভাবনার সৃজন, পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন শিল্পী কৃশানু পাল।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।