এ যেন এক চিলতে বাঁকুড়া ! তা ও আবার আপনার হাতের মুঠোয়।
আর এমন কাজ করেছেন মধ্যমগ্রাম চৌ মাথা ইয়ং রিক্রিয়েশন ক্লাব।
এই বছর তাদের কালীপুজো পা দিল ৩৬ তম বর্ষে। আর এই বছরেই এক টুকরো বিষ্ণুপুর তাদের প্যাণ্ডেলে তুলে এনেছে মধ্যমগ্রামের এই পুজো।
পোড়ামাটির তৈরি কুলো, পুতুল আর ঘোড়ার ব্যবহারে সেজে উঠেছে মণ্ডপ।
টেরাকোটা এবং পোড়ামাটির এই অনন্য কাজ দেখলে আপনার মন জুড়োতে বাধ্য।
তবে সব জায়গা থিমের থাবা পড়লেও কিন্তু তা স্পর্শ করতে পারেনি মাতৃ মূর্তিকে।
মায়ের রূপ সাবেকি। জন্ম লগ্ন থেকে একই ধরনের মাতৃ প্রতিমার আরাধনা করা হয় এই পুজোয়।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।