Chetla Milan Sangha

রক্তবর্ণ গায়ের রং, কঙ্কালসার দেহ, একমাত্র দক্ষিণ কলকাতাতেই হয় রক্ত চামুণ্ডার পুজো

মায়ের গায়ের রং কালো নয়, বরং রক্তের মতন টকটকে লাল। লম্বা লাল জিহ্বা এবং এলোমেলো খাড়া লাল চুল। একমাত্র চেতলা মিলন সঙ্ঘে দেবীর রক্ত চামুণ্ডা রূপের পুজো হয়।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ২৩:০৩
Share:

ছবি: সংগৃহীত

চেতলা মিলন সংঘের কালীপুজোয় প্রত্যেক বছরই প্রচুর ভিড় হয়। দূর-দূরান্ত থেকে বহু ভক্ত আসেন মায়ের একবার দর্শনের জন্য। কিন্তু অন্য জায়গাতেও তো কালীপুজো হয়। তাহলে এই পুজোই সব থেকে বিখ্যাত কেন?

Advertisement

কারণ এখানে পুজো হয় দেবীর রক্ত চামুণ্ডা রূপের। যা আর কোথাও হয় না।

মায়ের গায়ের রং কালো নয় বরং রক্তের মতন টকটকে লাল। লম্বা লাল জিহ্বা এবং এলোমেলো খাড়া লাল চুল। দেবীর শরীর কঙ্কালসার, হঠাৎ একবার দেখলেই ভয় এবং শ্রদ্ধা দুইই একসঙ্গে জাগে মনে। দেবীর পায়ের নিচে শায়িত অবস্থায় নয় বরং পাশে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন মহাদেব।

Advertisement

রক্তবীজকে দমন করার জন্য দেবীকে নিতে হয়েছিল রক্ত চামুণ্ডার রূপ। রক্তবীজের সঙ্গে লড়াই করার সময় দেবী যতবার তাকে মারতে যেতেন, অসুরের রক্ত মাটিতে পরে সৃষ্টি হতো অন্য অসুরের।

তাই রক্ত চামুণ্ডা রূপে অসুরের রক্ত মাটিতে পড়ার আগেই মা সেই রক্ত পান করে বিনাশ করেছিলেন অসুরদের।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement