Kalikapur Sarbojanin Durga Puja

মণ্ডপে শিব-পার্বতীর বিয়ে

মণ্ডপ তৈরি হয়েছে টোপরের আদলে। কনের টোপরের আদলে তৈরি হয়েছে প্রবেশপথের সজ্জা।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ২০:০৯
Share:

৬৪তম বর্ষে পা দিল কালিকাপুর সর্বজনীনের পুজো। বরাবরের মতোই থিমপুজোর পথেই হেঁটেছেন তাঁরা। এই বছর তাঁদের থিম ‘শিব-পার্বতীর বিয়ে’।

Advertisement

পুজো কমিটির তরফ থেকে মলয় জানা জানিয়েছেন, ‘‘এই বছরে আমাদের থিমের নাম হল ‘প্রজাপতয়ে নমঃ’, যেখানে তুলে ধরা হয়েছে শিব-পার্বতীর বিয়েকে। মণ্ডপসজ্জায় এই বছর আছে এক নতুন চমক। মণ্ডপ তৈরি হয়েছে টোপরের আদলে। কনের টোপরের আদলে তৈরি হয়েছে প্রবেশপথের সজ্জা। বরের টোপরের আদলে তৈরি হয়েছে দেবী প্রতিমার মণ্ডপের ধাপ। সে খানেই হবে দেবীর আরাধনা। চন্দননগর থেকে আনানো আলোকসজ্জায় ঢালাও সাজানো হয়েছে এই মণ্ডপ।’’

থিম শিল্পী রয়েছেন প্রদীপ মান্না এবং সুদীপ্ত মণ্ডল। প্রতিমা গড়েছেন বাবু কর্মকার।

Advertisement

কী ভাবে যাবেন?

বজবজ স্টেশন থেকে দশ মিনিট দূরত্বে বাস বা অটো করে শ্যামপুর বাসস্ট্যান্ড আসতে হবে। সেখান থেকে দুই মিনিট সোজা হেঁটে এলেই বাঁ হাতে পড়বে এই পুজো মণ্ডপ।

থিম- প্রজাপতয়ে নমঃ

থিম শিল্পী- প্রদীপ মান্না এবং সুদীপ্ত মণ্ডল

প্রতিমা শিল্পী- বাবু কর্মকার

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement