দক্ষিণী পরিচালক ঋষভ শেট্টি। ইতি মধ্যেই তিনি সারা ফেলেছেন গোটা দেশে।
কারণটি সবারই জানা।
তা হল তাঁর ছবি 'কান্তারা’।
ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কারও। এই বছরে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতির পুজোয় উঠে এল সেই ছবি।
কন্নড় লোক তাঁদের ঐতিহ্য এবং সেখানকার রাজনীতি।
সবটাই শিল্পীর সুচারু হাতে উঠে এসেছে পুজোর মণ্ডপে। ব্যবহার করা হয়েছে ছোট বড় নানা আকারের রং বেরঙের মুখোশ থেকে আরও অনেক কিছুই। মণ্ডপের ভিতরে আবহ সঙ্গীতে বাজছে ‘কান্তারার’ থিম গান।.
প্রাচীন লোকগাথার এই গল্প শুনতে হলে আপনাকেও পৌঁছে যেতে হবে গিরিশ পার্কের কাছে এই পুজোয়।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।