Durga Puja 2023 Theme

গাছ আমাদের মায়ের মতো! বলছে ওরা

যাদবপুর অ্যাথলেটিক ক্লাব। এই বছরের পুজোয় এই কমিটি ৫০ বছরে পদার্পণ করল। এ বারের পুজোয় এদের থিমের নাম, ‘বৃক্ষ মোদের মাতৃ শক্তি’।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ ১৬:২৬
Share:

গাছ মানব জীবন বা পরিবেশের জন্য কী প্রচণ্ড জরুরি তা আজকের দিনে দাঁড়িয়ে আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। তবে মানুষ নিজেদের উন্নতির জন্য অকারণে গাছ নষ্ট করে চলেছে। গাছ না থাকলে কী হতে পারে সেটাও আলাদা করে বলে দেওয়ার দরকার। এই বার্তা নিয়েই নিজেদের পুজোর থিম সাজিয়েছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব।

Advertisement

এই বছরের পুজোয় এই কমিটি ৫০ বছরে পদার্পণ করল। এই পুজোর সুবর্ণ জয়ন্তী বর্ষে পুজোর নাম দেওয়া হয়েছে ‘বৃক্ষ মোদের মাতৃ শক্তি’। নিজেদের পুজোর শুরুর বছর থেকে এই পুজো কমিটি সাবেকি ধারায় মায়ের আরাধনা করে আসত। এই বছর প্রথম বার তারা থিমের মণ্ডপ করছে। যেহেতু গাছের উপর আমরা অনেকাংশে নির্ভর করে থাকি, তাই এই নামকরণ করা হয়েছে। গাছকে মাতৃরূপে দেখানো হবে। পাঁচ দশকের এই পুজোতে প্রতিমার ক্ষেত্রেও থাকছে চমক।

থিম শিল্পী: অনুপ ঘড়াই

Advertisement

প্রতিমা শিল্পী: সুদর্শন খাটুয়া

যাবেন কী করে: যাদবপুরের সুলেখা মোড় থেকে ৩ মিনিটের হাঁটা পথ।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement