কাঁটাতারের বেড়ার থিম সিকদার বাগানে
মানবতার উৎসব’-এ সামিল হন আপনিও, ঘুরে আসুন সিকদারবাগান
দশকের পর দশক, শতাব্দীর পর শতাব্দী কাঁটাতার আলাদা করেছে দুটো দেশকে, কখনো ধর্মের ভিত্তিতে আবার কখনও বা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। কিন্তু দেশকে আলাদা করতে পারলেও মানুষকে কী আদৌ কাঁটাতার আলাদা করতে পারে!
এই ভাবনাকে মাথায় রেখেই এই বছরে সিকদারবাগানের থিম ‘মানবতার উৎসব’, শিল্পী গোপাল পোদ্দার। সীমান্তে যে কাঁটাতার ব্যবহার করা হয় দুটি দেশের মানচিত্র আলাদা করার জন্য সেই কাঁটাতার দিয়ে এবার সমগ্র প্যান্ডেল তৈরি হয়েছে। সীমান্তের কাঁটাতার এক অর্থে উঠিয়ে দেবার ভাবনা থেকেই সিকদারবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটি এই থিম বেছেছেন।
কিন্তু কী এই মানবতার উৎসব?
বেড়াজাল উঠে মানুষের উৎসবে মানুষই হয়ে উঠুক মুখ্য, উদ্যাপন হোক মনুষ্যত্বের। যে কাঁটাতার সীমান্তে ব্যবহার হয়, সেই কাঁটাতার বিভেদ সৃষ্টি করতে নয় বরং ব্যবহৃত হোক শুধুই শিল্পকর্মে। এই মহৎ ভাবনা থেকেই এবার সিকদারবাগান সাধারণ সর্বজনীন দুর্গাপুজো সমিতি উদ্যোগ নিয়েছে মানবতার উৎসবের।
এই প্রতিবেদনটি আনন্দ উৎসব ফিচারের একটি অংশ।