Hatibagan Nabinpally

হাতিবাগান নবীনপল্লির পুজোয় এ বার লাইভ অভিনয় ও ‘আবোল তাবোল’!

এই বছর ‘আবোল তাবোল’-এর ১০০ বছর পূর্তি। স্রষ্টা সুকুমার রায়ের প্রয়াণের শতবর্ষও! সেই উপলক্ষ্যে কর্মকান্ড।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ ১৩:৪৭
Share:

চলতি বছর ৯০ তম বর্ষে পা দিল হাতিবাগান নবীনপল্লির পুজো। ফলত চমক। এ বারের পুজোর থিম, সুকুমার রায় মহাশয়ের লেখা ‘আবোল তাবোল’ –এর নানা চরিত্র!

Advertisement

পুরো মণ্ডপই যেন বইয়ের পাতা থেকে উঠে আসা এক আশ্চর্য দুনিয়া! ভিড় জমিয়েছেন শহরের নানা প্রান্তের মানুষ। তবে হঠাৎ এই থিম কেন? এই বছর ‘আবোল তাবোল’-এর ১০০ বছর পূর্তি।

পাশপাশি স্রষ্টা সুকুমার রায়ের প্রয়াণের শতবর্ষও! সেই উপলক্ষ্যে কেন্দ্র এই কর্মকান্ড। এলাকার অনেক বাড়িকে মণ্ডপের জন্য সাজিয়ে তোলা হয়েছে, রং করাও হয়েছে। বিধান সরণি থেকে হাতিবাগান পুরো অঞ্চল সেজে উঠেছে একই রং, আলো ও থিমে।

Advertisement

সব চেয়ে আকর্ষণীয় হচ্ছে এই মণ্ডপের দুই পাশে অভিনেতারা আবোল তাবোলের নানা চরিত্রকে লাইভ অভিনয় করছেন!

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement