চলতি বছর ৯০ তম বর্ষে পা দিল হাতিবাগান নবীনপল্লির পুজো। ফলত চমক। এ বারের পুজোর থিম, সুকুমার রায় মহাশয়ের লেখা ‘আবোল তাবোল’ –এর নানা চরিত্র!
পুরো মণ্ডপই যেন বইয়ের পাতা থেকে উঠে আসা এক আশ্চর্য দুনিয়া! ভিড় জমিয়েছেন শহরের নানা প্রান্তের মানুষ। তবে হঠাৎ এই থিম কেন? এই বছর ‘আবোল তাবোল’-এর ১০০ বছর পূর্তি।
পাশপাশি স্রষ্টা সুকুমার রায়ের প্রয়াণের শতবর্ষও! সেই উপলক্ষ্যে কেন্দ্র এই কর্মকান্ড। এলাকার অনেক বাড়িকে মণ্ডপের জন্য সাজিয়ে তোলা হয়েছে, রং করাও হয়েছে। বিধান সরণি থেকে হাতিবাগান পুরো অঞ্চল সেজে উঠেছে একই রং, আলো ও থিমে।
সব চেয়ে আকর্ষণীয় হচ্ছে এই মণ্ডপের দুই পাশে অভিনেতারা আবোল তাবোলের নানা চরিত্রকে লাইভ অভিনয় করছেন!
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।