দেখতে দেখতে ৫৯তম বর্ষে পা দিয়েছে হাওড়ার হালদার পাড়া লেনের এই পুজো। পুজোর শুরু ১৯৬৩ সালে। ১৯৬৩ থেকে দীর্ঘ পথ চলার পর ১৯৯৮ সালে শুরু হয় থিম পুজোর। এই বছরের ভাবনা ‘সঙ্কল্প’। ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি আমাদের মায়েরা পরিবারের সকলের মঙ্গলের জন্য মানত করেন বা সংকল্প করেন। এই বারে হালদার পাড়া ফ্রেন্ডস সর্বজনীন পুজোর থিম তাই।
মণ্ডপের ঠিক মধ্যিখানে থাকছে বড় একটি গাছ। যার নীচে রয়েছে দেবাদিদেব মহাদেব এবং তাঁর বাহনের মূর্তি। মণ্ডপের উপর থেকে ঝুলছে ঢিল বাধা সুতো। মাতৃ প্রতিমা থিমের সঙ্গে মানানসই হলেও রয়েছে সাবেকি ছোঁয়া। এই সব নিয়েই এই বছরের পুজো হালদার পাড়ার লেনের।
পুজোর সাধরণ সম্পাদক অভিষেক করের কথায়, ‘‘আমরা সমাজের জন্য, মানবজাতির জন্য আমাদের এই মণ্ডপকে তুলে ধরেছি। একে অপরের প্রতি মঙ্গল কামনার বার্তা দিতেই আমাদের এই বছরের মণ্ডপ সজ্জা।’’
কী ভাবে যাবেন?
হাওড়া ময়দান বা মল্লিক ফটক থেকে নেতাজি সুভাষ রোড ধরে হালদার পাড়া বাস স্টপে নামতে হবে। হালদার পাড়া বাস স্টপের উল্টোদিকেই ঢুকে গিয়েছে হালদার পাড়া লেন। সেখানেই রয়েছে পুজো মণ্ডপ।
থিম- সংকল্প
থিম শিল্পী- অনুপম মিত্র
প্রতিমা শিল্পী- শীতল চন্দ্র অধিকারী
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।