নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব। কলকতার যে পুজোমণ্ডপ, এই বছরে আলোড়ন সৃষ্টি কলকাতার যে পুজোগুলি তার মধ্যে এই পুজোও একটি।
কিন্তু কী সেই থিম? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।
দেবভূমি ভারত সপ্তসুরের বাসভূমি। এখানে মানুষের ভুবন আর দেবতাদের আবাস সুরে লয়ে তালে সম্পূর্ণ। মাতৃ বন্দনার এক গুরুত্বপূর্ণ অঙ্গ মহাস্নান।
অষ্টকলসের জল, যেমন বৃষ্টি, শিশির, সপ্তসিন্ধু প্রভৃতির দ্বারা আটটি রাগের সঙ্গতে দেবী দুর্গাকে অভিষিক্ত করা হয়। গোত্রে ভিন্ন এই রাগগুলি হল মালব, ললিত, বিভাস, ভৈরব, কোড়া, বরাড়ী, বসন্ত এবং ধানসী।
হিমাচল প্রদেশের এক ছোট্ট পাহাড়ি গ্রাম কাংড়া।
প্রাচীন এই শিল্প শৈলীর ধারক এবং বাহক তাঁরা। নিজেদের চিত্র কল্পে ধরে রেখেছে রাগ রাগিণীর এই অপূর্ব ধারা। এই বছরে নিউটাউনের পুজোর থিম এই গ্রামকে নিয়েই 'কোমল গান্ধার'। মণ্ডপটিই যেন একটি কাংড়া চিত্রপট। না দেখে থাকলে ঘুরে আসতে পারেন এখান থেকে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।