এই বছরে উত্তর কলকাতার আলোড়ন সৃষ্টি করা পুজোগুলির মধ্যে এই পুজো একটি। নাম চোরবাগান সর্বজনীন।
গিরিশ পার্কের কাছে রাম মন্দিরের পাশ দিয়ে একটু গেলেই দেখতে পাওয়া যায় চোরবাগান সর্বজনীনের পুজা মণ্ডপ। এই বছরে তাদের থিম ‘অনুভব’। যা অনুভব করার। যুক্তি দিয়ে নয়, হৃদয় দিয়ে। এমন মণ্ডপ ফুটিয়ে তোলা বা দর্শকদের বোঝানো ভারী কঠিন কাজ। কিন্তু সেই কাজই সুসম্পন্ন করেছেন শিল্পী দেবাশিস বারুই।
১০০ বাই ১০০ মিটারের মণ্ডপে রয়েছে ২৪টি কাইনেটিক। যা ক্রমাগত ঘুরছে বা নিজের জায়গা থেকে সরে আবার নিজের জায়গায় ফেরত চলে আসছে।
এ ছাড়াও আরও চমকে চমকিত এই মণ্ডপে আপনার যাওয়া হয়েছে?
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।