প্রকৃতির অবধারিত নিয়মে দিন-রাত হয়। ঋতুর পরিবর্তন ঘটে। গ্রীষ্ম,বর্ষা গিয়ে আসে শরৎকাল। শরৎ আসলেই দেবীর আগমনে চারপাশ সুন্দর হয়ে ওঠে। আমরা সবাই মেতে উঠি শারদীয়ার আনন্দে।
ঠিক সেই ভাবনাই নিজেদের পুজোতে ধরে তুলে ধরেছে কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দ।
‘এই উৎসব বিষাদের নয় এই উৎসব সফলতার উৎসব’, এই বাক্যকে কেন্দ্র করে নিজেদের পুজো সাজিয়েছেন তাঁরা। মা দুর্গার আরধনার ক্ষেত্রে পুজো কমিটি পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ষোড়শ প্রচার মেনে পুজো করে। এদের ভাবধারা অনুযায়ী বিজয় দশমীর দিন প্রত্যেকের হৃদয়ের শুদ্ধ আত্মার জন্ম হয়।
পরের বছর আবার দেবী মায়ের আরধনার জন্য প্রস্তুতি নেয় সবাই।
এই পুজো কমিটির হয়ে এই বার প্রতিমা করেছেন নিখিল মিস্ত্রি। সব পরিকল্পনায় থেকেছেন দীপাঞ্জন দে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।