Durga Puja 2022

প্রায় ১০০ বছর ধরে রীতি মেনে হয় আসছে কালিদাস চন্দ্র বাড়ির দুর্গাপুজো

এই পুজোর প্রচলন করেন কালিদাস চন্দ্রের পুত্র যুগলকিশর চন্দ্র।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২২ ১৪:৫০
Share:

কালিদাস চন্দ্র বাড়ির দুর্গাপুজো

কলকাতার বনেদি বাড়ি গুলির মধ্যে অন্যতম উত্তর কলকাতার বৌবাজার এর রমানাথ কবিরাজ লেনের কালিদাস চন্দ্রের বাড়ির দুর্গাপুজো। এই পুজোর প্রচলন করেন কালিদাস চন্দ্রের পুত্র যুগলকিশর চন্দ্র। মহালয়ার দিন সকালে কুমোরটুলি থেকে দেবীকে বাড়িতে নিয়ে আসার পর শুরু হয় দেবীর আরাধনা।

Advertisement

কালিদাস চন্দ্র বাড়ির দুর্গাপুজো

প্রায় ১০০ বছর অতিক্রম করে যাওয়া এই বনেদি বাড়ির সাবেকি পুজোর অষ্টমীর সন্ধি পুজো বিশেষ মাহাত্ম্যপূর্ন। সন্ধি পুজোয় ধুনো পুড়িয়ে হয় নারী শক্তির বন্দনা। মায়ের ভোগ হিসাবে চাল, ডাল, চিনি ও বিভিন্ন রকমের ফল নিবেদন করা হয়। এই বাড়ির পুজোর অন্যতম বিশেষত্ব নবমীর যজ্ঞ। আর দশমীতে দেবীকে বরণের পরে বাবুঘাটে বিসর্জন দেওয়া হয়।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement