দাঁ পরিবারে এ বছর ১৮২তম দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
তাঁদের দেবী বরণেও থাকে নানা রীতি নিয়ম।
জোড়াসাঁকো শিবকৃষ্ণ দাঁ পরিবারের মহিলারা একসঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠেছেন।
বছরের পর বছর রীতি নিয়ম মেনে হয়ে আসছে এই বনেদি বাড়ির বিসর্জন প্রক্রিয়া।
দশমীর বিদায়বেলায় বাড়ির ছেলেরা পাঞ্জাবী পরেন এবং মহিলারা শাড়ি পরে একসঙ্গে প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা হন।