হস্ত শিল্পে উদযাপিত সোনাঝুরি দুর্গোৎসব
নিউটাউনের বিসি ব্লক সার্বজনীন দুর্গোৎসব এর এক অভিনব উদ্যোগ "সোনাঝুড়ি হাট" এবার তৃতীয়া থেকে শুরু হয়ে গেলো নিউটাউনের বিসি ব্লকের ১৩১ নম্বর রাস্তায়।
"ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন'' ও '' বিসি ব্লক দুর্গাপুজা সার্বজনীন'' আয়োজিত ''হস্তশিল্প রূপেণ সংস্থিতা" ও "সোনাঝুড়ি হাট''বাংলার হস্তশিল্পকে আন্তর্জাতিক স্তরে পৌঁছতে "সোনাঝুড়ি হাট "-এ মুর্শিদাবাদ সিল্ক , বীরভূমের কাঁথা স্টিচ, ফুলিয়ার তাঁতের শাড়ি, বাটিকের শাড়ি, হ্যান্ড মেড জুয়েলারি, কাঠের বিভিন্ন রকম কাজ, বিভিন্ন স্বাদের পাপড়ি, আচার, পশ্চিম মেদিনীপুরের গহনা বড়ি-এর মতো নানা জিনিসের সম্ভার থাকছে ২৮ সে সেপ্টেম্বর থেকে ৪ঠা অক্টোবর পর্যন্ত, বেলা ২টো থেকে রাত ১১ টা পর্যন্ত।
পূজো কমিটির সদস্যদের বিশ্বাস এবার পূজোর দিন গুলিতে নিউটাউনের ব্লকের মানুষরা এবার এক অন্য রকম মেলা উপহার পেয়ে খুব আনন্দিত হবেন।এবারে বিসি ব্লকের পূজোর থিম "আমার শহর" তাই শহরে গ্রামের শিল্পীরা এসে তারাও অনেক আনন্দিত। প্রতিদিন থাকছে বিভিন্ন সস্কৃতিক মূলক অনুষ্ঠান ও প্রতিযোগিতা।সম্পাদক সৌমদিপ মাইতি ব্লকের তরপ্ থেকে ধন্যবাদ জানিয়েছেন এনকেডিএ, ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড ও সমস্ত স্পন্সরদের দের এই পুজোতে পাশে থাকার জন্য।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।