বরিশা ক্লাব
দক্ষিণ কলকাতার পুজো গুলির মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ পুজো বরিশা ক্লাবের পুজো। প্রতি বছরই নিত্য নতুন ভাবনা নিয়ে হাজির হয় বরিশা ক্লাব। সমাজের সাধারণ পরিস্থিতিই তুলে ধরার চেষ্টা করে এই পুজো কমিটি। এই বছরও তার অন্যথা হয়নি। এই বছর চারিদিক অন্ধকার মুক্ত করতে সাঁজবাতি ভাবনায় মণ্ডপ সজ্জা তৈরি হয়েছে বরিশা ক্লাবের।
বরিশা ক্লাব
করোনা অতিমারিতে বিশ্ব তথা দেশ যখন বিপর্যস্ত। চারিদিকে শুধু যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। লোভ, হিংসা, বিবাদের মধ্যে জড়িয়ে মানুষ যখন বিবেকহীন পড়েছে। এই পরিস্থিতিতে সকলকে অন্ধকার মুক্ত করতে দেবীর দুর্গার শরণাপন্ন হওয়ার আহ্বান জানাচ্ছে বরিশা ক্লাব। সাঁজবাতির পবিত্র আলোয় বন্দনা করার কথা বলেছে তাঁদের মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে।
বরিশা ক্লাবের এ হেন ভাবনাকে স্বাগত জানিয়েছেন দর্শনার্থীরাও। পঞ্চমী থেকেই সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছে বরিশা ক্লাব পুজো প্রাঙ্গণে।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের অংশ।