'আঁচলে আঁধারে’
পুজোর দিনগুলোয় সাজের হাত ধরে সাবেকিয়ানায় ফিরতে চান অনেকেই। বাড়ির মা-ঠাকুমাদের অগাধ আস্থার তাঁতের শাড়িতে মজেছেন নতুন প্রজন্মের নারীও। কিন্তু যাঁদের হাত ধরে তাঁতের শাড়ির আভিজাত্য আজও অটুট, তাঁদের খবর কি কেউ রাখেন? সেটাই নতুন করে ভাবাতে চায় আহিরীটোলা যুবক বৃন্দ। উৎসবে এ বারের থিম 'আঁচলে আঁধারে’।
'আঁচলে আঁধারে’
পুজোর সময়ে তো বটেই, সারা বছর তাঁদের দিনের শুরুটা হয় তাঁত বোনার যন্ত্রের আওয়াজে। এবং শেষ হয় আজ কটা শাড়ি বিক্রি হল, সেই চিন্তায়। সেই তাঁতিরা কেমন ভাবে কাটাচ্ছেন তাঁদের জীবন? খবর রাখে না কেউ। ২০২২ এর পুজোয় তাঁতিদের অক্লান্ত পরিশ্রমের গল্পই তুলে ধরেছে আহিরীটোলা যুবক বৃন্দ পুজো কমিটি। দীর্ঘ ৫২ বছরের যাত্রা এই পুজোর। কখনও পট শিল্পীদের কথা, কখনও কোভিড যোদ্ধাদের কাহিনি- প্রতি বারই অন্য রকম ভাবনা তুলে ধরেছে আহিরীটোলা যুবক বৃন্দ। এ বছরও তার অন্যথা হয়নি।
'আঁচলে আঁধারে’
গত কয়েক বছরে কোভিডের চোখরাঙানি কেড়ে নিয়েছিল অনেক মানুষের দু’বেলা অন্ন উপায়। অতিমারির দাপট পেরিয়ে এ বার ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছেন সকলেই। কিন্তু তাঁতিরা? তাঁরা কী ভাবে নিজেদের ফিরিয়ে নিয়ে যাচ্ছেন আগের জায়গায়, সে হবে অনেকেরই অজানা। তাঁদের দৈনন্দিন জীবনের এই চড়াই-উৎরাই তুলে ধরতেই এগিয়ে এসেছে আহিরীটোলা যুবক বৃন্দ পুজো কমিটি। ‘আঁচলে আঁধারে’ ভাবনার মধ্যে দিয়ে উঠে আসবে তাঁতিদের জীবনের নানা অজানা দিক, অচেনা লড়াইয়ের গল্প।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের অংশ।