বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন
কলকাতার হেভি ওয়েট পুজো গুলির মধ্যে অন্যতম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। পুজোর দিনগুলিতে এখানে থাকে তারকার ভিড়। ৭২ বছর ধরে ঐতিহ্যের সঙ্গে পুজো করে আসছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। সম্প্রতি ইউনেস্কো থেকে প্রতিনিধিরাও ঘুরে গিয়েছেন এই পুজো মণ্ডপে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো।
বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন
প্রতি বছরই সাবেকিয়ানার ধাঁচে পুজো মণ্ডপ তৈরি করে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। এই বছরও তার অন্যথা হয়নি। লাল হলুদ আভায় তৈরি হয়েছে সম্পূর্ণ পুজো মণ্ডপটি। প্রতিমাতেও রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের অন্যতম আকর্ষণ ঢাকি। পুজো মণ্ডপে ঢাকের তালে ধুনুচি নাচে মেতে ওঠেন তারকা থেকে সাধারণ পল্লীবাসীরাও। ষষ্ঠী থেকেই সাধারণ দর্শনার্থীদের ভিড় নজর কেড়েছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের অংশ।