বাঘাযতীন তরুণ সংঘের এই বছরের পুজোর ভাবনা ‘মুক্ত করো ফাঁস’
‘অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল!’- বিপ্লবের আশায়, বদলের আশায়, কবিরা সব সময়ই তরুণদের অনুপ্রাণিত করেছেন। এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন। সেই সব ডাক আজও প্রাসঙ্গিক। কারণ বদল জরুরি। ভাবনায়… জীবনের রোজনামচায়। আর সেই বদল আনতে পারে একমাত্র তরুণরাই।
প্লাস্টিক কতটা ক্ষতিকর সেটা সকলেরই জানা। কিন্তু প্লাস্টিক মুক্ত পৃথিবী? সেটা কী রকম? তার রংই বা কী? এই বিষয়বস্তু নিয়েই সেজে উঠছে বাঘাযতীন তরুণ সংঘের এই বছরের পুজোর ভাবনা ‘মুক্ত করো ফাঁস’। ভাবনার কারিগর চিত্রশিল্পী তথাগত ঘোষ।
থিম পুজোর রমরমা চলছে বিগত অনেক বছর ধরেই। সেই সূত্রে লোকমুখে হারানো সুর শোনা যায়। সে কথাও হয়তো ঠিক। তবে থিম যে অনেক কিছু বলতে চায়। নিঃশব্দ বিপ্লবের মতোই।
প্লাস্টিকের ব্যবহার পৃথিবী মায়ের সবুজ কেড়ে নিচ্ছে। সৃষ্টি তাই সংকটে। মানুষ এক দিন নিজেদের জীবন সহজ করে তুলতে বিজ্ঞানের হাত ধরে পৃথিবীতে এনেছিল প্লাস্টিক। আজ সেই প্লাস্টিক মানুষের জীবন থেকে সবুজ কেড়ে নিচ্ছে। দূষণ ছড়াচ্ছে। কালো হয়ে দগ্ধ হচ্ছে সব।
পুজোর থিমে এই সৃজন ফুটে উঠবে আলো অন্ধকারে। থাকবে সবুজও। প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে পারলে পৃথিবীর রূপ কতটা সবুজ হতে পারে তা দেখতে এই পুজোতে এক বার ঢুঁ দিতেই পারেন বাঘাযতীন তরুণ সংঘে।
এই ভাবনার মুখ হয়েছেন অভিনেত্রী অনুষা বিশ্বনাথন। থিমের সুরে গান লিখেছেন ও গেয়েছেন শিল্পী নচিকেতা চক্রবর্তী। ভাষ্য পাঠ করেছেন মধুমন্তী মৈত্র। আর এই সব কিছু সম্ভব হয়েছে বাঘাযতীন তরুণ সংঘের কাণ্ডারিদের জন্যই।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।