পলাশীর যুদ্ধের আগে ১৭৪০ সালে ব্যবসায়ী অক্রুর দত্ত হুগলি থেকে কলকাতায় আসেন।
জানবাজারের রানী রাসমণির শ্বশুর প্রীতিরাম মাড়ের সঙ্গে যৌথ ব্যবসায় লক্ষ্মীলাভ হয় তাঁর।
১৭৮৬-৮৭ সালে বৌবাজারে ঠাকুরদালান-সহ বসতবাড়ি গড়ে দুর্গাপুজো শুরু করেন অক্রুর। সেই রাস্তাই এখনকার অক্রুর দত্ত লেন।
দত্তবাড়ির এই ঐতিহ্যবাহী দুর্গা পুজোয় প্রতিমা একচালার। সিংহবাহিনীকে ডাকের সাজে সাজিয়ে তোলা হয় এখানে।
দেবীর কাঠামো পুজো হয় রথের দিন। এবং প্রতিপদে হয় ঘট স্থাপন।
সপ্তমীতে নবপত্রিকাকে বাড়ির ঠাকুরদালানেই স্নান করানো হয়।
ভোগ দেওয়া হয় লুচি, ফল, মিষ্টি, চাল ও ডাল। অন্ন ভোগের রীতি নেই এ বাড়ির পুজোয়।
আগে পশু বলি হত। সেই রেওয়াজের বিলুপ্তি ঘটেছে। এখন আখ, ছাঁচি কুমড়ো বলি দেওয়া হয়।
দশমীতে অপরাজিতা ফুল দিয়ে দেবীশক্তির আরাধনা হয়ে থাকে।
এক সময়ে রানী রাসমণি-সহ তৎকালীন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব আমন্ত্রিত থাকতেন উত্তর কলকাতার অন্যতম বনেদি বাড়ি হিসেবে পরিচিত এই দত্তবাড়ির দুর্গাপুজোয়।