Durga Puja 2022

পলাশীর যুদ্ধের সঙ্গে কোন সুতোয় গাঁথা বৌবাজারের দত্তবাড়ির পুজো?

উত্তর কলকাতার সাবেক দুর্গোৎসবগুলির মধ্যে অক্রুর দত্তের বাড়ির পুজোর বিশেষ ঐতিহাসিক যোগ রয়েছে।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫৬
Share:
০১ ১০

পলাশীর যুদ্ধের আগে ১৭৪০ সালে ব্যবসায়ী অক্রুর দত্ত হুগলি থেকে কলকাতায় আসেন।

০২ ১০

জানবাজারের রানী রাসমণির শ্বশুর প্রীতিরাম মাড়ের সঙ্গে যৌথ ব্যবসায় লক্ষ্মীলাভ হয় তাঁর।

Advertisement
০৩ ১০

১৭৮৬-৮৭ সালে বৌবাজারে ঠাকুরদালান-সহ বসতবাড়ি গড়ে দুর্গাপুজো শুরু করেন অক্রুর। সেই রাস্তাই এখনকার অক্রুর দত্ত লেন।

০৪ ১০

দত্তবাড়ির এই ঐতিহ্যবাহী দুর্গা পুজোয় প্রতিমা একচালার। সিংহবাহিনীকে ডাকের সাজে সাজিয়ে তোলা হয় এখানে।

ছবি- প্রতীকি

০৫ ১০

দেবীর কাঠামো পুজো হয় রথের দিন। এবং প্রতিপদে হয় ঘট স্থাপন।

ছবি- প্রতীকি

০৬ ১০

সপ্তমীতে নবপত্রিকাকে বাড়ির ঠাকুরদালানেই স্নান করানো হয়।

ছবি- প্রতীকি

০৭ ১০

ভোগ দেওয়া হয় লুচি, ফল, মিষ্টি, চাল ও ডাল। অন্ন ভোগের রীতি নেই এ বাড়ির পুজোয়।

ছবি- প্রতীকি

০৮ ১০

আগে পশু বলি হত। সেই রেওয়াজের বিলুপ্তি ঘটেছে। এখন আখ, ছাঁচি কুমড়ো বলি দেওয়া হয়।

০৯ ১০

দশমীতে অপরাজিতা ফুল দিয়ে দেবীশক্তির আরাধনা হয়ে থাকে।

ছবি- প্রতীকি

১০ ১০

এক সময়ে রানী রাসমণি-সহ তৎকালীন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব আমন্ত্রিত থাকতেন উত্তর কলকাতার অন্যতম বনেদি বাড়ি হিসেবে পরিচিত এই দত্তবাড়ির দুর্গাপুজোয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement