দমদম পার্ক, ছোট্ট এই জায়গায় যেন পুজোর ছড়াছড়ি। 'এক সে বড় কা এক’ সব পুজো এখানে।
ও বলে আমায় দেখ, তো এ বলে আমায় দেখ। ঠিক তেমনই এক নাম দমদম পার্ক ভারত চক্র।
প্রতি বছরের এই বছরেও তারা তাক লাগিয়ে দিয়েছেন মণ্ডপ সজ্জা দিয়েই। এই বছরে তাদের থিম ‘ভ্রান্তি’। রং, রস, হাসি, কান্নায় ভরা এই বসুন্ধরা। সেখানে কেউ রাজা আবার কেউ উজির। তবে আসল রাজা প্রকৃতি। কেউ কেউ অবশ্য ক্ষমতার অহঙ্কারে সেটা ভুলে যান। কিন্ত আসলে যে পরমা প্রকৃতির কাছে আমরা সবাই কাঠের পুতুল মাত্র এবং সেই আমাদের পুতুলনাচ নাচাচ্ছেন তাই উঠে এসেছে এঁদের থিমে। শিল্পী অনির্বাণ দাসের সুচারু হাতে সেজে উঠেছে মণ্ডপ। তাঁদের এই বছরের ট্যাগ লাইন ‘কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া’।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।