৯৩ তম বর্ষে পা দিল দর্জিপাড়া সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো। থিম পুজোর রীতি মেনেই এই বছরেও পুজো হয়ে চলেছে এই সমিতিতে। এই বছরের থিম হল ‘টান’।
কী ভাবনা এই থিমের পিছনে? ক্লাবের সহকারী সম্পাদক সুদীপ্ত দাস জানিয়েছেন, ‘‘ইহজগতের বাস্তবতা ঘিরে রয়েছে নানা রকমের টান। বিভিন্ন টানে আমরা জর্জরিত। কখনও এই টান ভালবাসার টান, অর্থের টান, মোহের টান আবার কখনও লোভ আর মায়া ইত্যাদি। সেখান থেকে মুক্তির পথে এগোনোর জন্য আর মোক্ষলাভ করার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। সমস্যা, লোভ সব থেকে মুক্তি পেতে মায়ের কাছে নত হওয়ার কথাই বলছে আমাদের মণ্ডপ।’’
এই মণ্ডপের প্রতিমা হল রুদ্রাণী বা যোগিনী রুপে। মায়ের হাতে কোনও অস্ত্র থাকবে না, তিনি শান্তিরূপিনী। থিমের সঙ্গে মানানসই প্রতিমা গড়া হয়েছে।
থিম শিল্পী : প্রবীর সাহা
প্রতিমা শিল্পী : স্বপন সূত্রধর
কী ভাবে যাবেন : বিধাননগরের দিক থেকে হাতিবাগানের মোড় অবধি এসে সেখান থেকে আবার হেদুয়ার দিকে যাওয়ার পথে মাঝপথে ডান হাতে নামী তেলেভাজার দোকান ‘লক্ষ্মী নারায়ণ’, ডান হাতে পড়বে এই পুজো মণ্ডপ।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।