পুরনো দিনের ফেলে আসা বহু সময়, মুহূর্ত, বিশেষ ঘটনাকে ঘিরেই বেহালা দেবদারু ফটকের এই বছরের পুজোর মণ্ডপসজ্জা।
বেহালা অঞ্চলে রীতিমত নামজাদা এই পুজোর মণ্ডপে প্রতি বছরই থাকে নতুন কিছু চমক। ব্যতিক্রম নয় এই বছরও।
অতীতের দিকে তাকিয়ে বানানো এই পুজোয় ভাল করে দেখলেই খোঁজ মিলবে ফেলে আসা বহু সম্পর্ক, সব কিছুই এখানে সাদা কালোর তুলিতে টানা।
রঙের বাড়বাড়ন্ত ছাড়াও যে চোখ ধাঁধানো মণ্ডপসজ্জা সম্ভব তাই করে দেখাল এই পুজো।
থিম শিল্পী সুযোগ বন্দ্যোপাধ্যায় ও প্রতিমা শিল্পী পবিত্র বর্মণ হলেন এই পুজোর সব ভাবনার পিছনে প্রধান কান্ডারী।
নিজেদের পুজোয় কী ভাবে স্বাধীন কুসংস্কার মুক্ত আধুনিক সমাজের ইতিহাসকে তুলে ধরা যায়, তাঁর পিছনে প্রাণপাত ভাবনা চিন্তা করেছেন তাঁরা।
বহু প্রজন্ম আগের নানা এই ঘটনা ও মুহুর্তকে তুলে এনে সম্মান জানাতে চেয়েছেন পুজোর উদ্যোক্তারা। আবহসঙ্গীত গেয়েছেন নামজাদা শিল্পী ইমন চক্রবর্তী। সব মিলিয়ে দেবদারু ফটকের এই বছরের পুজো যেন জমজমাট!
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।