Balitikuri Netaji balak sangha Durga Puja

উন্নয়নের ধাক্কায় ঘর হারাচ্ছে প্রকৃতির অবলা জীব! এরা তাদের কথাই বলছে

বালিটিকুরির নেতাজি বালক সঙ্ঘ মূলত তুলে ধরতে চাইছে, সভ্যতার অগ্রগতির সঙ্গে মানুষের বাসস্থানের সঙ্গে গাছ বা বনভূমিতে বসাবসাকারী জীবদের বাড়ি যেন হারিয়ে না যায়।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ১৫:১২
Share:

প্রতিদিন মানব সভ্যতার উন্নতি হচ্ছে। মানব জাতির এই এগিয়ে যাওয়াতে যেমন অনেকের লাভ হচ্ছে, তেমন ভাবেই ক্ষতির মুখে পড়ছে পরিবেশ। মানুষ নিজেদের বাসস্থান বানানোর জন্য প্রতিনিয়ত বনভূমি ধ্বংস করে বানিয়ে চলছে ইট কাঠের জঙ্গল। ঘর হারাচ্ছে গাছে থাকা বিভিন্ন প্রাণ। চড়ুই, টিয়া থেকে জোনাকিরা ক্রমে কমে যাচ্ছে। এই ভাবনাতে নিজেদের থিম তৈরি করছে বালিটিকুরি নেতাজি বালক সংঘ।

Advertisement

২০০৪ সালে নিজেদের প্রথম পুজো শুরু করে এই পুজো কমিটি। এই বছর তাঁদের ১৯ বছরের পুজো। এ বারে পুজোর নাম তারা দিয়েছে ‘আশ্রয়’। এই থিমের সাহায্যে নেতাজি বালক সঙ্ঘ মূলত তুলে ধরতে চাইছে, সভ্যতার অগ্রগতির সঙ্গে মানুষের বাসস্থানের সঙ্গে গাছ বা বনভূমিতে বসাবসাকারী জীবদের বাড়ি যেন হারিয়ে না যায়। মণ্ডপ তৈরি জন্য মরা গাছের ডাল, নারকেলের ছোবড়া, নারকেল দড়ির ব্যবহার থাকছে।

থিম পুজো হচ্ছে ঠিক, তবে প্রতিমার ক্ষেত্রে বনেদিয়ানাকেই বজায় রাখা হচ্ছে। ডাকের সাজের ঠাকুর হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করেছেন। তবে তৃতীয়ার দিন থেকে সাধারণের জন্য এই পুজো খুলে দেওয়া হয়েছে এই পুজোর মণ্ডপ।

Advertisement

থিম শিল্পী: ইন্দ্রজিত দাস, সঞ্জয় পাল

প্রতিমা শিল্পী: কৌশিক পাল

যাবেন কী করে: দাশনগর রেল স্টেশন থেকে বালিটিকুরিগামী বাস বা অটো করে বালিটিকুরি বাজার স্টপে নামতে হবে। সেখানেই এই পুজো।


এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement