Abasar Sarbojonin Durgotsov

শূন্য থেকেই শুরু, শূন্যতেই শেষ! কোন পুজোয় আসছে এমন ভাবনা?

চলতি বছর ৭৩ তম বর্ষে পা দিল এই পুজো। পুজোতে থিম করারই চল রয়েছে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ ১০:৫২
Share:

ভবানীপুর এলাকায় অবসর সর্বজনীন দুর্গোৎসবের পুজো বহুল জনপ্রিয়। চলতি বছর ৭৩ তম বর্ষে পা দিল এই পুজো। পুজোতে থিম করারই চল রয়েছে। পুজো কমিটির তরফ থেকে শ্যামল নাগ দাস জানালেন, ‘‘এই বছর আমাদের থিম রয়েছে ‘শূন্য তবু শূন্য নয়’। এই থিমের পিছনে ভাবনা রয়েছে যে যেমন আমরা পুজো করি প্রতি বছর, তার জন্য এত মাস আগে থেকে পরিকল্পনা, এত আয়োজন করা হয়। তার পরেই পুজো এসে গেলে কয়েক দিনের মধ্যে সব মিটে গেলে এই এত আয়োজন বৃথা মনে হতে পারে। কিন্তু তা কখনওই বৃথা নয়, বরং তা মনে দাগ কেটে যায় আগামী বহু দিনের জন্য। একই ভাবে মানুষের জীবনে পালকি থেকে শুরু করে আজ বিমান পর্যন্ত যা কিছু বদল এসেছে সব কিছু নিয়েই তুলে ধরা হয়েছে এই মণ্ডপে”।

Advertisement

থিম শিল্পী হিসেবে রয়েছে শিবশঙ্কর দাস এবং প্রতিমা গড়েছেন শিবশঙ্কর দাস ও আরিঘ্ন সাহা দুজনেই।

থিম : শূন্য তবু শূন্য নয়

Advertisement

থিম শিল্পী : শিবশঙ্কর দাস

প্রতিমা শিল্পী : শিবশঙ্কর দাস এবং আরিঘ্ন সাহা

কী ভাবে যাবেন : পূর্ণ সিনেমা হল থেকে তার বিপরীতে রাখাল মুখোপাধ্যায় রোড ধরে সোজা গিয়ে ডান দিকে ঢুকলেই দেখা যাবে এই পুজো মণ্ডপ।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement