Tarpan in Mahalaya

মহালয়ার ভোরে নির্যাতিতার জন্য তর্পণ জলপাইগুড়িতে, মন্ত্রোচ্চারণে 'বিচার চাই'

মহালয়ার ভোর থেকেই বিভিন্ন জায়গায় পিতৃপুরুষের জন্য তর্পনের জন্য মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো কিন্তু জলপাইগুড়ির বাসিন্দারা আজ তর্পনের সময় এক আলাদাই কর্মসূচি গ্রহণ করল

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ১৯:৫৯
Share:

প্রতীকী চিত্র

উৎসবের মরসুমেও মানুষ ভুলে যায়নি গত ৯ অগস্ট আরজিকর হাসপাতালের মর্মান্তিক ঘটনার কথা। ভুলে যায়নি অভয়াকে। মহালয়ার আগের রাতেও কলকাতা ও জেলায় জেলায় নানা জায়গায় রাত দখল ও মিছিল কর্মসূচি চোখে পড়েছে। মহালয়ার ভোর থেকেই বিভিন্ন জায়গায় পিতৃপুরুষের তর্পণের জন্য মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। তবে জলপাইগুড়ির বাসিন্দারা তর্পণের সময়ে একেবারে অন্য রকম এক কর্মসূচি গ্রহণ করেন। সর্বত্র যখন সকলে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণে ব্যস্ত, তখন তাঁরা তর্পণ করলেন অভয়ার জন্য। এবং তা-ও অন্য রকম এক নজির গড়ে। ভোরে সেখানে এক জলাশয়ের ধারে মহিলারা জলে নেমে হাত জোড় করে অভয়ার আত্মার শান্তি কামনায় তর্পণ করেন।

Advertisement

উৎসবের দোরগোড়ায় দাঁড়িয়েও যে কেউ অভয়াকে ভুলে যায়নি, এখনও যে সবাই সুবিচারের অপেক্ষায়— এ ঘটনা তা নতুন করে প্রমাণ করল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement