Tarpan in Mahalaya

মহালয়ার ভোরে নির্যাতিতার জন্য তর্পন জলপাইগুড়িতে, মন্ত্রচারণে 'বিচার চাই'

মহালয়ার ভোর থেকেই বিভিন্ন জায়গায় পিতৃপুরুষের জন্য তর্পনের জন্য মানুষের ঢল ছিল চোখে পড়ার মত কিন্তু জলপাইগুড়ির বাসিন্দারা আজ তর্পনের সময় এক আলাদাই কর্মসূচি গ্রহণ করল

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ১৯:৫৯
Share:

প্রতীকী চিত্র

উৎসবের মরশুমেও মানুষ ভুলে যায়নি কলকাতার ৯ আগস্টের মর্মান্তিক ঘটনার কথা, ভুলে যায়নি অভয়াকে, মহালয়ার আগের দিন রাতেও কলকাতার বিভিন্ন জায়গায় রাত দখল ও মিছিল কর্মসূচি চোখে পড়েছে, মহালয়ার ভোর থেকেই বিভিন্ন জায়গায় পিতৃপুরুষের জন্য তর্পনের জন্য মানুষের ঢল ছিল চোখে পড়ার মত কিন্তু জলপাইগুড়ির বাসিন্দারা আজ তর্পনের সময় এক আলাদাই কর্মসূচি গ্রহণ করল, যেখানে সবাই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পনে ব্যস্ত সেখানে এনারা অভয়ার জন্য তর্পন করে গোটা বাংলায় নজির সৃষ্টি করেলন। কোনো এক জলাশয়ের ধরে ভোরবেলায় মহিলারা জলে নেমে হাতজোড় করে অভয়ার আত্মার শান্তি কামনায় তর্পন করেলন।

Advertisement

উৎসবের মাঝেও যে কেও অভয়াকে ভুলে যায়নি, এখনো তার বিচারের জন্য সবাই তাকিয়ে আছে তার প্রকৃষ্ট উদাহরণ এইটি ছাড়া আরকিছু হতে পারে বলে মনে হয়না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement