কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে দেশ জুড়ে পালন করা হয় ধনতেরস। বলা যায়, বাঙালির কালীপুজো এবং দীপাবলির সূচনা হয় ধনতেরসের হাত ধরেই।
বিশ্বাস করা হয়, এই দিন বিশেষ কিছু দ্রব্য কিনলে সারা বছর ঘরে সৌভাগ্য বিরাজ করে। ঘরে আসে লক্ষ্মী। বিশেষ করে ধনতেরসে সোনা এবং রুপো কেনারই বেশি চল রয়েছে।
তবে অন্যান্য ধনতেরসের থেকে এই বছর ধনতেরস খানিকটা আলাদা। কারণ এই বছরেই হতে চলেছে ‘ত্রিপুষ্কর যোগ’।
কথিত, এই যোগ বহু মানুষের ভাগ্য বদলে দিতে পারে। কারণ, এই বিরল যোগে কেনাকাটা করলে, তিনগুণ ভাল মিলতে পারে।
অর্থাৎ কোনও ব্যক্তি যদি কোনও এই যোগ চলাকালীন কোনও শুভ জিনিস কেনেন, তা হলে তিনি উক্ত দ্রব্যের জন্য যে পরিমাণ টাকা খরচ করেছেন, তার তিন গুণ আয় করতে পারবেন।
যদি এই যোগেই আপনি ব্যবসা শুরু করেন, তা হলে তিনগুণ লাভের সম্ভাবনা রয়েছে।
ধনতেরসের দিন এ বার ‘ত্রিপুষ্কর যোগ’ শুরু হবে ২৯ অক্টোবর, সকাল ৬টা ৩১ মিনিটে। যোগ থাকবে ১০টা ৩১ মিনিট পর্যন্ত।
‘ত্রিপুষ্কর যোগ’-এর পাশাপাশি এই দিন ‘ইন্দ্র যোগ’, ‘লক্ষ্মী-নারায়ণ যোগ’ এবং ‘বৈধৃতি যোগ’ও তৈরি হতে চলেছে।
জ্য়োতিষমতে, এমন ঘটনা ঘটছে প্রায় ১০০ বছর পরে। এমন যোগ অত্যন্ত বিরল।
এই বিশেষ মুহূর্তে দেবী লক্ষ্মী, ধন্বন্তরী এবং কুবেরের পুজো করলে অর্থকষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। এই প্রতিবেদন ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।