দীর্ঘ দিনের প্রেম পূর্ণতা পেল তরুণীর। শুক্রবার সাত পাকে বাঁধা পড়লেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরীওয়ালের কন্যা হর্ষিতা কেজরীওয়াল। বিয়ে উপলক্ষে সেজে উঠেছিল পঞ্জাবের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন দিল্লির কপূরথলা হাউস।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে গিয়েছেন কেজরীওয়াল। দেশের রাজধানীর ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৪৮টিতে জয়ী হয়েছে বিজেপি। ২২টিতে জয়ী হয়েছে আপ। শ্বশুর রাজনীতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত হলেও জামাই রয়েছেন রাজনীতি থেকে শত হস্ত দূরে।
কেজরীওয়ালের জামাইয়ের নাম সম্ভব জৈন। দিল্লির এক বিলাসবহুল হোটেলে আংটিবদলের অনুষ্ঠান হওয়ার পর শুক্রবার বিয়ে করেন হর্ষিতা এবং সম্ভব। আড়ম্বরহীন, ঘরোয়া অনুষ্ঠানেই বিয়ে সেরেছেন তাঁরা।
কেজরীওয়ালের কন্যার বিয়ে উপলক্ষে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আপ নেতারা। তা ছাড়াও নবদম্পতিকে আশীর্বাদ করতে গিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া।
কেজরীওয়ালের কন্যার বিয়ে উপলক্ষে ভগবন্তকে ভাংড়া নাচতে দেখা গিয়েছে। এমনকি, মঞ্চে উঠে ‘পুষ্পা ২’-এর গানে সস্ত্রীক নেচেছেন কেজরীওয়াল।
হর্ষিতার বিয়ে উপলক্ষে সঙ্গীত অনুষ্ঠানে স্ত্রী সুনীতা আগরওয়ালের সঙ্গে মঞ্চে উঠে নাচ করতে দেখা গিয়েছে কেজরীওয়ালকে। কেজরীওয়ালের পরনে ছিল আকাশি পাঞ্জাবি। রংমিলন্তি করে তাঁর স্ত্রীও একটি আকাশি লেহঙ্গা পরেছিলেন। নেপথ্যে গান ভেসে আসছিল, ‘অঙ্গারো কা অম্বর সা লগতা হ্যায় মেরা স্বামী’। সেই গানের সঙ্গেই নাচ করতে দেখা গিয়েছে জুটিকে।
বলি গায়ক মিকা সিংহও নাকি আপ প্রধানের কন্যার বিয়েতে নিমন্ত্রিত ছিলেন।
রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই কেজরীওয়ালের জামাইয়ের। দিল্লির আইআইটি থেকে পড়াশোনা করেছেন হর্ষিতা। কলেজে পড়ার সময়েই সম্ভবের সঙ্গে আলাপ হয়েছিল হর্ষিতার।
হর্ষিতা এবং সম্ভবের কলেজের বন্ধুত্ব প্রেমে গড়াতে বেশি সময় লাগেনি। আইআইটি থেকে স্নাতক হওয়ার পর একটি বেসরকারি সংস্থায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালট্যান্ট’ পদে কাজ করতে শুরু করেন সম্ভব।
দিল্লির আইআইটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হয়েছিলেন হর্ষিতা। ২০১৮ সালে স্নাতক হওয়ার পর গুরুগ্রামের একটি সংস্থায় ‘অ্যাসোসিয়েট কনসালট্যান্ট’ পদে যোগ দেন হর্ষিতা।
হর্ষিতার সঙ্গে হাত মিলিয়ে ব্যবসা শুরু করেন সম্ভব। যুগ্ম ভাবে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত একটি স্টার্টআপ সংস্থা প্রতিষ্ঠা করেন তাঁরা।
বৃহস্পতিবার বাগ্দান পর্ব সেরেছেন হর্ষিতা এবং সম্ভব। শুক্রবার পঞ্জাবের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন দিল্লির কপূরথলা হাউসে বিয়ে হয় তাঁদের।
কেজরীওয়ালের আরও এক সন্তান রয়েছে। তাঁর পুত্রের নাম পুলকিত আগরওয়াল। দিল্লির আইআইটিতে পড়াশোনা করছেন তিনিও।