চারদিন ধরে চলা ছটপুজোর উৎসব প্রায় এসে গেল বলে। সূর্যদেব এবং ছটি মাইয়াকে ভক্তিভরে আরাধনা করা হয় এই পুজোয়।
প্রায় ৩৬ ঘন্টার কঠিন উপবাস করে এই পুজো সম্পন্ন করা হয়। কিন্তু কেন পালন করা হয় ছটপুজো?
আসলে, এই পুজোর মাধ্যমে পরিবারের মঙ্গল এবং সমৃদ্ধির জন্য সূর্যদেব ও ছটি মাইয়াকে কৃতজ্ঞতা জানানো হয়।
কার্তিক মাসে দীপাবলির ছ’দিন পর ছটপুজো পালন করা হয়। তবে ভক্তরা দিওয়ালির পরের দিন থেকেই এই পুজোর আয়োজন শুরু করে দেন।
আবার সূর্যদেবকে প্রার্থনা করার সময় ভক্তরা ঋগবেদ থেকে মন্ত্র উচ্চারণ করে পুজো করেন।
তবে এর পৌরাণিক কাহিনিও রয়েছে। মহাভারতে ছটপুজোর উল্লেখ করা আছে। কথিত, দ্রৌপদী এবং পাণ্ডবরা তাদের রাজ্যকে উদ্ধার করার জন্য সূর্যদেবের পুজো করতেন।
আরও একটি কাহিনি অনুসারে, কর্ণ যে কিনা সূর্যদেব এবং কুন্তীর সন্তান তিনিও ছটপুজো করতেন। সূর্যদেবের আশীর্বাদে তিনি অঙ্গদেশ, বর্তমানে বিহারের ভাগলপুর শাসন করেছিলেন।
বলা হয়, বৈদিক যুগে ঋষিরা সূর্যের রশ্মি থেকে শক্তি লাভের জন্য সরাসরি সূর্যের আলোতে নিজেদের উন্মুক্ত করে ছটপুজো করতেন। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।