সামনেই দীপাবলি। দীপাবলি মানেই আলোর উৎসব। অনেকে আবার এই দীপাবলিকে দিওয়ালিও বলে থাকেন। দীপাবলির দিনে সবাই নিজের বাড়ি সাজিয়ে তোলেন। সন্ধে হলেই প্রদীপ, মোমবাতি জ্বলে ওঠে বাড়িতে বাড়িতে।
তবে শুধু প্রদীপ বা মোমবাতি নয়, এর সঙ্গেই আছে আরও একটি জিনিস। তা হল রঙ্গোলি। আজকাল এই রঙ্গোলির বেশ চল হয়েছে। ফুলের পাপড়ি, রং চালের গুঁড়ো, আবির নানা সামগ্রী দিয়ে তৈরি হয় আলপনা। যা সচরাচর আমরা শুধু ঠাকুরের সামনেই দিয়ে থাকি। কিন্তু জানেন কি, এই রঙ্গোলি কিন্তু বাড়াতে পারে আপনার বাড়ির শোভাও। কী ভাবে? রইল এই প্রতিবেদনে।
সাদার সঙ্গে নানা রঙের মিশেল। চালের গুঁড়োর তৈরি রং হোক বা আবির যেটা খুশি ব্যবহার করে তৈরি করে নিন এই নকশা। আর তার পর আসল বা বৈদ্যুতিন যেটা পছন্দ, সেই প্রদীপ বসিয়ে দিন চার পাশে এবং মাঝ খানে। দেখতে কিন্তু লাগবে দারুণ।
সবাই তো রঙ্গোলি করেন, বাড়ির দরজার কাছে বা ঠাকুরের জায়গায় বা অন্য কোথাও। কিন্তু হামেশাই উচু নিচু হওয়ার কারণে অবহেলিত হয় বাড়ির সিঁড়ি। তবে আপনিও সেই একই ভুল করবেন না যেন। এই নকশাতে সাজিয়ে তুলুন আপনার বাড়ির সিঁড়ি।
গাঁদা ফুল দিয়ে তো সবাই রঙ্গোলি করে। আপনি বরং আনুন একটু নতুনত্ব। হলুদ বা কমলা গাঁদা ফুলের সঙ্গে যোগ করুন রজনীগন্ধা এবং গোলাপের। সঙ্গে পান পাতা হোক দোসর। ব্যস তারপর আর কি, সহজেই বানিয়ে নিন এই নকশা। প্রদীপ দিতে ভুলবেন না কিন্তু।
ফুল ব্যবহার করতে না চাইলেও অসুবিধা নেই। কেবল রং দিয়েই হতে পারে দারুণ সুন্দর সব রঙ্গোলি। আর ময়ূর নকশার এই রঙ্গোলির তো জুড়ি মেলা ভার। ঘরের মাঝখানে বা ঠাকুরের জায়গার সামনে করতে পারেন এই রঙ্গোলি।
ঠাকুর ঘরে রঙ্গোলি করবেন? তা হলে বরং এই ভাবে সাজান। ঠাকুরের আসনের তিন দিকে করুন রঙ্গোলি। আর সঙ্গে মানানসই প্রদীপ বা মোমবাতির ব্যবহার। দীপাবলির সন্ধে আপানার ঠাকুর ঘরে থাকবে নতুনত্বের ছোঁয়া।
ফুল বা রঙের রঙ্গোলি তো হল অনেক। এ বারে কিছু অন্য রকম করা যাক! বরং পাথরের রঙ্গোলির বানান। রং বেরঙের পাথর দিয়ে সাজিয়ে তুলুন আপনার ঘরের প্রিয় কোণ।
চালের রঙ্গোলি করেছেন কখনও? না হলে কিন্তু এই বছরে তা করে দেখতে পারেন। পরিমাণ মতো চাল নিয়ে তা আগে থেকেই রং করে রাখুন। যে যে রং প্রয়োজন, সেই রঙে আগে থেকে চাল ভিজিয়ে আবার শুকিয়ে নিন। এ বার সেই রঙিন চাল দিয়ে করে নিন মনের মতো নকশা। ব্যস, চালের রঙ্গোলি প্রস্তুত।
চালের মতো কিন্তু ময়দা দিয়েও প্রস্তুত করতে পারেন রঙ্গোলি। ময়দা মেখে তাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। তার পর যে রং দরকার মিশিয়ে নিন। রং হয়ে গেলে হাতের সাহায্যে মনের মতো আকার দিয়ে দিন ময়দাগুলিকে। এরপর আর কী, নকশার মতো করে বসিয়ে নিলেই তৈরি ময়দার রঙ্গোলি। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।