আর ক’দিন পরেই দিওয়ালি। আলোর উৎসব। চারপাশ সেজে উঠবে নানা রকমারি আলোতে। বাড়ির বাইরে থেকে অন্দরসজ্জা সবেতেই আলোর ছটা। টুনি বাল্ব থেকে শুরু করে অনান্য আরও সব আলোর পশরা নিয়ে এর মধ্যেই বসে পড়েছেন দোকানিরা। এখন আবার এলইডি আলোর যুগ।
আপনিও হয়তো ভাবছেন আপনার বসবার ঘরটি বা বারান্দাটি মুড়িয়ে দেবেন আলোতে। কী ভাবে সাজালে দ্বিগুণ বেড়ে উঠবে আপনার বাড়ির সৌন্দর্য? টিপস রইল এই প্রতিবেদনে।
মোমবাতির সাজ: কালীপুজো বা দিওয়ালির সঙ্গে মোমবাতির যোগ অবিচ্ছেদ্য। তবে এখন নানা ধরনের ডিজাইনের মোমবাতি কিনতে পাওয়া যায়। সেগুলির সঙ্গে রয়েছে মানানসই মোম ধারক পাত্র। তবে আগুন এড়িয়ে যেতে চাইলে বরং কিনে নিন মোমবাতির মতো দেখতে এলইডি আলো। আলো হবে আবার মোমবাতির সাজও হবে। বসার ঘরে টেবিলের উপর রাখতে পারেন এই আলো।
বোতল আলো: আজকাল বোতল আলোর খুব চল বাজারে। কাচের রং বেরঙের বোতল। তাঁর মধ্যে ঢোকানো টুনি আলো। পড়ার টেবিলে বা জানলার সামনে রাখতে পারেন এই বোতল। আবার কখনও বোতলের মধ্যেই রয়েছে বাল্ব লাগানো হোল্ডার। একটি দড়ি দিয়ে উপর থেকে ঝুলিয়ে দিলেই কিন্তু দারুণ দেখতে লাগে এই আলোর সাজ।
হ্যারিকেন আলো: লম্বা একটি আলোর চেন। তাতে ছোট ছোট হ্যারিকেন লাগানো। তবে এই হ্যারিকেন কিন্তু তেলে জ্বলে না। হ্যারিকেনগুলির মধ্যেই রয়েছে ছোট ছোট আলো। সেগুলি সব একটি তার দিয়ে জোড়া। প্লাগে ঢুকিয়ে এমন আলো দিয়েই কিন্তু সাজিয়ে নিতে পারেন আপনার বারান্দা বা ঘরের কোনও একটি দেওয়াল। দিওয়ালির রাতে হ্যারিকেনের আলোয় বেশ অন্য রকম দেখাবে আপানার বাড়ি।
বল আলো: স্বচ্ছ বল। তাতে রং বেরঙের এলইডি আলো। আবার সেই বল ঝুলিয়ে দিন বারান্দায় বা ঘরের সিলিং থেকে। ব্যস দেখবেন কেল্লাফতে। দিওয়ালির সাজে হালকার উপরেই বাজিমাত।
পাতার মতো: আলো প্লাস্টিকের তৈরি নকল পাতা। তাঁর মাঝে মাঝে হলুদ ছোট ছোট এলইডি আলো। দেখতে একদম ভারী সুন্দর। ঘরের কোনও একটি বা দুটি দেওয়াল জুড়ে লাগিয়ে নিন এই আলো। দেখবেন বদলে গিয়েছে আপনার ঘরের লুক।
পর্দার মতো আলো: এলইডি আলোর রকমের মধ্যে এই আলোটি কিন্তু বেশ অন্য রকম। এটি দেখতে একদম একটি পর্দার মতো। ইংরেজি ‘এ’ আকারে তৈরি আলো। বাড়ির প্রবেশ পথে কিন্তু ব্যবহার করতে পারেন এই আলো।
ঘট আলো: পুজোর জায়গা সাজাতে এই আলোর জুড়ি মেলা ভার। ছোট ছোট ঘট। তাতেই আমপাতা আর ডাবের মাঝখানে জ্বলছে ছোট এলইডি আলো। ঠাকুর রাখার স্থান সাজাতে এর থেকে ভাল আর কী হতে পারে বলুন।
মশারি আলো: আলোর মশারি। বুঝলেন না তো? ধরুন আপনার বাড়ির ছাদে রয়েছে চেয়ার টেবিল। এবার সেই টেবিলেই একটা বড় ছাতা লাগিয়ে নিন। আর তার পর মশারির মতো এলইডি আলো ঝুলিয়ে দিন সেই ছাতা থেকে। কী চমৎকার লাগবে বলুন তো।
বাড়ির বাইরের আলো: শুধু তো আর বাড়ির ভিতরে সাজালেই হল না। বাড়ির বাইরেটা যে একেবারে ম্যাড় ম্যাড় করবে তা হলে। তবে বাড়ির বাইরে সাজানোর জন্য কিন্তু রকমারি আলোর চেয়ে টুনি আলোই বেশি ভাল। হলুদ বা রং বেরঙের টুনিতে মুড়িয়ে দিন আপনার ভিটে।
প্রদীপ আলো: দিওয়ালি বা দীপাবলি মানেই প্রদীপ থাকবে না তা আবার হয় নাকি। তবে কেবল তেলের প্রদীপ নয় প্রদীপের মতো দেখতে আলো কিন্তু রয়েছে। বসবার ঘরে বা বারন্দায় এই আলো কিন্তু বেশ লাগে।
গাছ আলো: যদিও এই আলোর বেশি ব্যবহার হয় অনুষ্ঠান বাড়িতে বা ক্রিসমাসের সময়। কিন্তু আপনি কিন্তু দীপাবলিতে ব্যবহার করতেই পারেন। ঘরের কোনও কোণায় রেখে দিন এই আলোর গাছ। আপনার ঘরের শোভা বাড়তে বাধ্য।
ফুলের মতো আলো: ফুল তবু ফুল নয়। ছোট ছোট ফুলের মতো দেখতে সব আলো। একই তারে বাধা একটার পর একটা। সেই আলোর চেন লাগিয়ে নিন ঘরে। দুর্দান্ত দেখতে আলো বদলে দেবে আপনার ঘরের ভোল।