নতুন ফ্ল্যাট কিনেছেন? বা পুরনো ফ্ল্যাটটিকেই নতুন করে সাজাবেন ভাবছেন।
কিন্তু আজকালকার ছোট ফ্ল্যাটে ইচ্ছা থাকলেও অনেক কিছুই করে উঠতে পারেন না অনেকে।
তবে একটু বুদ্ধি করে গোছালেই কিন্তু ছোট জায়াগাতেও বেরিয়ে আসতে পারে অনেকখানি জায়গা। এই প্রতিবেদনে আপনার জন্য রইল ছোট জায়গায় ঘর সাজানোর টিপস।
সোফা কাম বেড: ঘরের মাঝে একটি খাট পাতলেই ঘরের বেশিরভাগ জায়গা চলে যায়। তার উপর আবার যদি থাকে বসার জন্য একটি সোফা, তা হলে তো কথাই নেই। ঘরে আর হাঁটা চলার জায়গা থাকে না। তার জায়গায় বরং ব্যবহার করুন এই সোফা কাম বেড। ঘুম থেকে তুলে দিলেই বসার জায়গা হয়ে যাবে, আবার ঘরে জায়গাও বেশি থাকবে।
তাকের মত খাট: ঘরের অনেকখানি জায়গা যদি খাট দখল করে নেয়, তা হলে খাটকে তাকের মতো তুলে দিতে পারেন উপরেও। সঙ্গে খালি রেখে দিন একটি সিড়ির ব্যবস্থা।
সোফার সঙ্গেই টেবিল: আলাদা করে সোফা আবার টেবিল রাখার জায়গা নেই। চিন্তা করবেন না। সোফার পিছন দিকটা একটু বাড়িয়ে রাখুন। সেটাই হয়ে যেতে পারে আপনার টেবিল। খালি সঙ্গে রাখুন মানানসই চেয়ার।
খাটের পাশে বা মাথায় উপর করে নিন তাক: আপনার খাটের মাথার উপরে একটু উচু করে দেওয়ালের গায়ে বানিয়ে নিন বইয়ের তাক। এখানে রাখতে পারেন বই বা ঘর সাজানোর জিনিস।
দেওয়াল খাট: খাটের জায়গা কমে গেলেই যেন ঘরে অনেকখানি জায়গা বেরিয়ে আসে। তাই করিয়ে নিতে পারেন দেওয়াল খাট। সকালে ঘুম থেকে উঠে দেওয়ালে তুলে দিলেই পুরো ফাকা হয়ে যাবে আপনার ঘরের মেঝে।
দেওয়াল আলমারি: জিনিসপ্ত্র থেকে জামাকাপড় রাখার জন্য ঘরে বড় পুরনো ধরনের আলমারির বদলে করিয়ে নিন দেওয়ালের সঙ্গে লাগোয়া আলমারি। এগুলি দেখতেও যেমন ভাল তেমনই অনেকখানি জায়গাও থাকে মালপ্ত্র রাখার জন্য।
বাক্সের মতো খাট: জিনিসপত্র রাখার জন্য কিনতে পারেন বাক্স খাট।অর্থাৎ খাটের মধ্যেই থাকবে বাক্সের মতো জায়গা যেখানে আপনি রাখতে পারবেন জিনিসপ্ত্র। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।