Light Market Decoration before Kali Puja 2024

ধনতেরসে আলোর বাজারে ভিড় ক্রেতাদের, জানেন কী কী ধরনের আলোয় সাজবে ঘর?

বিভিন্ন ফুলের আকৃতির আলো এসেছে বাজারে। থোকা জুঁই ফুল বা টগর ফুলের মত বড় আকৃতির আলোগুলিতে এবছর বাজার ছেয়ে গেছে। জ্বালালে ঘর হয়ে উঠবে ঝলমল। আপনার বাড়িতে যদি কালীপুজো বা দিওয়ালির গেট টুগেদার পার্টি হয়, তাহলে এই ধরনের ঝালর আলো একদম মানানসই সেখানে।

Advertisement
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ২৩:৫২
Share:
০১ ১৬

আর ঠিক দু’দিন পরেই কালীপুজো। দেশ জুড়ে পালিত হচ্ছে ধনতেরস। দীপাবলি হোক বা ধনতেরস- আলোয় ভেসে যায় গ্রাম, শহর থেকে মহানগরের রাজপথ। বছরের এই একটা সময়, যখন আতশবাজি থেকে মোমবাতি-প্রদীপ, ঝাড়লণ্ঠন থেকে টুনি বাল্ব– হরেক রকম আলোয় ঘর সাজাতে ভালবাসে মানুষ। দোকানবাজার থেকে রাস্তাঘাট সেজে ওঠে আলোর পসরায়। আর সে সব কিনতে নামে ক্রেতাদের ঢল।

০২ ১৬

বরাবরের মতো এ বছরও মধ্য কলকাতার চাঁদনি চক মার্কেটে আলোর বাজার জমজমাট। জমে গিয়েছে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম কলকাতার নানা জায়গার ছোটবড় দোকানের বিকিকিনি। ছোট-বড়, লম্বা-বেঁটে, হরেক রকম আলোর সম্ভার সাজিয়েছেন দোকানিরা। এক নজরে দেখে নেওয়া যাক কী কী ধরনের আলো এ বার মিলছে বাজারে।

Advertisement
০৩ ১৬

ঝাড়বাতি- হরেক রকমের ঘর সাজানোর ঝাড়বাতি আলো এসেছে দোকানে। দীপাবলি ছাড়াও অন্য সময়ে বাড়ির ড্রয়িং রুমের শোভা বাড়াতে চাইলে এখনই কিনে সাজিয়ে ফেলতে পারেন।

০৪ ১৬

টুনি বাল্ব- বাজার ছেয়ে গিয়েছে রংবেরঙের টুনি বাল্বে। ছাদ, বারান্দা, সিঁড়ি, জানলা– অনায়াসেই সারা বাড়ি সাজিয়ে নেওয়া যায় এই বাল্বের আলোয়।

০৫ ১৬

সাপের লেজের মতো বা ইলেকট্রিক তারের মতো লম্বা সাদা রঙের আলো– এটি আলোকিত করবে ছাদ বা ঘরের অনেকখানি।

০৬ ১৬

লাল-নীল-হলুদ-সবুজ ডিস্ক লাইট- এগুলি থেকে আলোর বিচ্ছুরণ মনকেও আলোকিত করে তোলে। সাধারণত বাচ্চারা খুব ভালবাসে এই ঝলমলে আলো।

০৭ ১৬

বিভিন্ন ফুলের আকৃতিতে আলো এসেছে বাজারে। থোকা জুঁই ফুল বা টগর ফুলের মতো বড় আকৃতির আলোয় এ বছর বাজার ছেয়ে গিয়েছে। ফুলের সাজেই ঘর হয়ে উঠবে ঝিলমিলিয়ে উঠবে তাদের হাত ধরে।

০৮ ১৬

আপনার বাড়িতে যদি কালীপুজো বা দিওয়ালির পার্টি হয়, তা হলে এই ধরনের ঝালরের মতো আলো একেবারে মানানসই।

০৯ ১৬

আলোর চাঁদোয়া বানাতে চাইলে এই আলোগুলি সাজিয়ে দিন ছাদে, রাস্তায় বা গলিতে।

১০ ১৬

গাছের সারির মতো লতানো আলো। ঘরের এক কোণায় বা সিঁড়িতে লাগালে আকর্ষণীয় লাগবে।

১১ ১৬

এ বছর ‘মায়ের পায়ের জবা’ আলো হয়ে ফুটতেই পারে আপনার বাড়ির ঠাকুর ঘরে অথবা ড্রয়িং রুমে। জবা ফুলের আকৃতির লাল, সাদা বা সবুজ আলো এই দীপাবলিতে এনে দেবে আলোর এক অন্য রূপ।

১২ ১৬

এই হলুদ আলোগুলি অত্যন্ত আকর্ষণীয়। দীপাবলিতে আপনার ঘরের উজ্জ্বলতা বাড়াতে এর জুড়ি নেই।

১৩ ১৬

রয়েছে বিভিন্ন সাইজ ও রঙের মোমবাতি, যা খুব সহজেই আপনার বাড়ির দরজা বা জানলায় সাজাতে পারেন।

১৪ ১৬

স্টার লাইট- বহু বছর ধরেই এই আলো বাজারে থাকে। পার্টি বা পুজো প্যান্ডেলের শোভা বাড়াতে এর খুবই কদর।

১৫ ১৬

বেলুনের মতো গোল, সাদা-লাল-বেগুনি বিভিন্ন রঙের আলো দীপাবলির বাজারের শোভা বাড়িয়েছে।

১৬ ১৬

এ ছাড়াও রয়েছে আরও হাজার রকমের আলো ও তার শেড। তা হলে আর দেরি কীসের? আলোয় ভুবন ভরিয়ে দিতে কিনে ফেলুন পছন্দের বাতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement