সামনেই পুজো। এ দিকে প্রায় সব ঘরেই অসুস্থ, আধা অসুস্থ কেউ না কেউ। ষষ্ঠী থেকে দশমী চিকিৎসক পাওয়া খুব মুশকিলের। হাসপাতালেও চিকিৎসকের সংখ্যা থাকে। এ সময় তেমন গুরুতর কোনও রোগী বাড়িতে থাকলে অনেকেই বেশ ভয়ে-ভয়ে থাকেন। বিশেষ করে হৃদ রোগীর পরিজনরা। বুকে একটু ব্যথা হলেই ভেবে বসেন, গোলমাল কিছু নয় তো? কী করবেন এখন! চিন্তায় পড়েন। এ দিকে হয়তো সেই বুকের ব্যথা আদৌ হৃদরোগের কারণে নয়।
সেই কথা ভেবেই এই প্রতিবেদন। জেনে নিন, বুকের ব্যথা কেমন হলে সেটি হৃদরোগের জন্য হলেও হতে পারে। অহেতুক দুশ্চিন্তা না করে এই বুকে ব্যথার ধরনগুলি জেনে রাখুন। কোনটা হৃদরোগজনিত কারণে, কোনটি নয়, এ সম্পর্কে হৃদরোগ চিকিৎসকরা কী ধারণা দেন! জানানো যাক—
১. বুকের ঠিক মাঝখানে ব্যথা হয়।
২. বুকের বাঁ দিকেও মোচড় দেওয়ার মতো ব্যথা হতে পারে।
৩. বুকে হঠাৎ করে মারাত্মক ব্যথা শুরু হয়। মনে হয়, যেন শ্বাস আটকে যাচ্ছে।
৪. বুকে ভীষণ চাপ অনুভূত হয়।
৫. ব্যথাটা বুক থেকে বাঁ-হাত দিয়ে আস্তে আস্তে নামতে থাকে।
৬. তেমন গরম না থাকলেও দর দর করে ঘাম হতে থাকে।
৭. বমি ভাব থাকে, অথচ বমি হয় না।
৮. মাথা ঘুরতে থাকে প্রায়ই। অনেক সময় মাথা ঘুরে পড়েও যায় কেউ কেউ।
৯. পিঠে হঠাৎ তীব্র যন্ত্রণা হয়। পাকস্থলির ঠিক ওপরের অংশে ব্যথা শুরু হয়। উত্তরোত্তর বাড়তে থাকে। অধিকাংশ মানুষ এই ব্যথাকে গ্যাস-অম্বলের ব্যথার সঙ্গে গুলিয়ে ফেলেন।
১১. মহিলারা, বিশেষ করে ডায়েবেটিস রোগীরা অক্সিজেনের ঘাটতি অনুভব করেন এ রকম সময়ে।
১২. মাথা ঘোরে, বুক ধড়ফড় করে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।