Gold and silver price today

দাম কমল না বাড়ল? সোনার চেন বা রুপোর নথ, ভাইফোঁটায় গয়না কেনার আগে জেনে নিন বাজারদর

দীপাবলির পর অর্থাৎ ভাইফোঁটার সময় উৎসবের মরশুম একটু কমতেই স্বস্তি সোনা রুপোর দামে। ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম কিছুটা হলেও কমেছে।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ১০:১৪
Share:
০১ ০৮

দীপাবলির আগে ধনতেরসের সময় সোনার দাম ছিল আকাশছোঁয়া, কাজেই তখন ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মাথায় হাত পড়েছিল।

০২ ০৮

তবে দীপাবলির পর অর্থাৎ ভাইফোঁটার সময় উৎসবের মরসুম একটু কমতেই স্বস্তি সোনা রুপোর দামে। ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম কিছুটা হলেও কমেছে।  

Advertisement
০৩ ০৮

কাজেই ইচ্ছা করলে ভাইফোঁটায় বোন এবং ভাই একে অপরকে সোনা এবং রুপোর গয়না উপহার দিয়ে মুখে হাসি ফোটাতেই পারেন।

০৪ ০৮

স্থানভেদে দেশের এক একটি রাজ্যে সোনা ও রুপোর দাম ভিন্ন হয়। জেনে নিন ভ্রাতৃদ্বিতীয়ার এই পূণ্য লগ্নে কলকাতায় সোনা ও রুপোর দাম কত।

০৫ ০৮

সামনে বিয়ের মরসুম আসছে। তাই এই দাম বাড়ারও সম্ভবনা আছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।  হলমার্ক সোনার দাম  ৮০ হাজার টাকাও ছুঁয়ে যাওয়ার সম্ভবনা আছে।  

০৬ ০৮

এই সময়ে সোনা না কিনলে পরে আরও বেশি দামে কিনতে হতে পারে, তাই সোনা এবং রুপো কেনার জন্য মোক্ষম সময় এটিই।

০৭ ০৮

আজ, ৩ নভেম্বর কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭৫১৫০ টাকা। ১০ গ্রাম পাকা সোনার দাম ৭৯১০০ টাকা। পাকা সোনার বাটের দাম ১০ গ্রাম ৭৮৭০০ টাকা।

০৮ ০৮

রবিবার খুচরো রুপো ১০০ গ্রাম ৯৪৪৫ টাকা। যা ১ কেজি হিসাবে ৯৪৪৫০ টাকা। আর রুপোর বাট ১০০ গ্রাম ৯৪৩৫ টাকা এবং ১ কেজি হিসাবে ৯৪৩৫০ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement