ভারতের মতো একটি বৈচিত্র্যময় সংস্কৃতির দেশে বিবাহকে ঘিরে বিশেষ উদযাপন পরিলক্ষিত হয়। প্রতিটি মানুষের কাছে বিবাহ এক অন্য অনুভূতি এবং স্মরণীয় মূহুর্ত হিসাবে বিবেচিত হয়।
একটি সুন্দর সম্পর্কের নেপথ্যে থাকে পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা এবং সামঞ্জস্য। তাই শান্তিপূর্ণ এবং আনন্দময় জীবনের জন্য প্রয়োজন সঠিক জীবনসঙ্গী বা সঙ্গীনির। বিগত কয়েক দশক ধরে এই সঠিক জীবনসঙ্গী খুঁজে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে এবিপি ওয়েডিংস।
যেমন অয়ন বন্দ্যোপাধ্যায় এবং অভিপ্রিয়া মুখোপাধ্যায় — একে অপরকে জীবনসঙ্গী হিসাবে পেয়ে আপ্লুত। তাঁদের নতুন ইনিংসের নেপথ্যে রয়েছে এবিপি ওয়েডিংস। এমনই বেশ কিছু সফলতার গল্প রয়েছে এবিপি ওয়েডিংসের ডায়েরির পাতায়।
তাই আর অপেক্ষা না করে চলে আসুন ম্যাচ মেকিংয়ের সেরা ঠিকানায়। নিজের মনের মতো, পছন্দসই জীবনসঙ্গী খুঁজে নিন এবং মনের মানুষের সঙ্গে আনন্দে জীবন উপভোগ করুন।
জীবনে এমন একজন মানুষ থাকা প্রয়োজন যার সঙ্গে সুন্দর ভাবে হেসে-খেলে আস্ত একটা জীবন কাটিয়ে দেওয়া যায়। যেখানে পারস্পরিক সহযোগিতা এবং স্বাচ্ছন্দ্য বোধ অনুভূত হয় জীবনের প্রতি পরতে।
আরও এক সফলতার নিদর্শন অভিরূপ কর্মকার এবং পিয়ালী সাহা। তাঁদের কথায়, “এবিপি ওয়েডিংসের পরিষেবা অসাধারণ। আমরা খুব খুশি।”
শুরু থেকেই এবিপি ওয়েডিংসের লক্ষ্য আসল পরিচয়, সফল পরিণয়। এখানে রয়েছে পাঁচ লক্ষেরও বেশি পাত্র-পাত্রীর প্রোফাইল। চোখ বন্ধ করে ভরসার জায়গা হয়ে উঠেছে এই প্ল্যাটফর্ম।
এবিপি ওয়েডিংসের দৃঢ় সংকল্প আপনার মনের মানুষ খুঁজতে যথাসম্ভব সহায়তা করবে এবং ‘যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব’-এর যাত্রা আরও সুন্দর করে তুলবে।
সমসাময়িক কালে সম্পর্কের সমীকরণ খানিকটা বদলেছে। জায়গা করে নিয়েছে লিঙ্গ নিরপেক্ষতা, যেখানে নিজের পছন্দ বা ইচ্ছেগুলিকে শ্বাসরোধ করতে হয় না, নিজের স্বাধীনতার সঙ্গে আপস করতে হয় না।
এবিপি ওয়েডিংস সেই সব দিক খেয়াল রেখেছে পুঙ্খানুপুঙ্খ ভাবে। বর্তমান প্রজন্মের পছন্দ এবং বলা ভাল প্রয়োজনীয়তার বিষয়টি মাথায় রেখেই সাজানো হয়েছে এই প্ল্যাটফর্মটি।
‘পার্টনার প্রেফারেন্স’-এর পাতায় গিয়ে ফর্ম ফিল আপ করলে পাত্র-পাত্রীর হদিস একেবারে আপনার চোখের সামনে। শুধু তাই নয়, ডেটা সুরক্ষার বিষয়ের দিকেও বিশেষ খেয়াল রেখেছে এই প্ল্যাটফর্ম।
এবিপি ওয়েডিংস-এর হাত ধরেই জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করলেন শুভজিৎ নন্দী এবং শুচিস্মিতা দাস। এই প্রসঙ্গে তাঁরা জানালেন, “আমরা সারা জীবনের জন্য প্রিয় বন্ধু পেলাম।” এমনই আরও অনেক সাফল্যের গল্প রয়েছে এবিপি ওয়েডিংস-এর পাতায়।