Lakshmi Puja Dos and Dont's

পরিবারে সুখ বজায় রাখতে লক্ষ্মীপুজোর দিন কী কী করবেন এবং বিরত থাকবেন কীসের থেকে?

লক্ষ্মী সুখ ও সমৃদ্ধির দেবী। জেনে নেওয়া যাক লক্ষ্মী দেবীকে তুষ্ট রাখতে কী কী করবেন আর কোন কোন কাজ করলে রুষ্ট হবেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ২২:৫৭
Share:
০১ ১৫

লক্ষ্মী সুখ ও সমৃদ্ধির দেবী। তাঁর আশীর্বাদ যাতে সব সময়ে বাড়ি ও পরিবারকে ঘিরে থাকে, তাঁর জন্যই গৃহস্থ বাড়িতে কোজাগরী পূর্ণিমার রাতে পুজোর আয়োজন।

০২ ১৫

জেনে নেওয়া যাক এই দিন দেবীকে তুষ্ট রাখতে কী কী করবেন আর কোন কোন কাজ করলে রুষ্ট হবেন তিনি।

Advertisement
০৩ ১৫

বাড়িঘর পরিষ্কার, পরিচ্ছন্ন রাখুন। মনে করা হয়, মা লক্ষ্মী শুধুমাত্র পরিষ্কার ঘরেই আসেন।

০৪ ১৫

অনেকেই এই পুজোর দিনে নির্জলা উপোস করেন। অর্থাৎ, জলও পান করেন না। উপোস ভাঙেন পূর্ণিমার চাঁদ দেখার পরে।

০৫ ১৫

কোজাগরী পূর্ণিমার রাতে মা লক্ষ্মীকে পুজো করা হয়। কারণ হিন্দু ধর্মে মনে করা হয়, এই রাতে দেবী মর্ত্যভ্রমণে আসেন।

০৬ ১৫

ভক্তরা এই দিন শিব ও ইন্দ্রের পুজোও করেন। তাঁদের আশীর্বাদ পাওয়ার জন্য এই বিশেষ পুজো করা হয়।

০৭ ১৫

এই দিনে চন্দ্রদেবের পুজোও করা উচিত।

০৮ ১৫

পায়েস বানিয়ে রুপোর বাসনে চাঁদের আলোর নীচে রাখতে হবে। সারা রাত রেখে পরদিন এই পায়েস খেতে হবে।

০৯ ১৫

খাবার হোক বা জামাকাপড়, অথবা অর্থ– এই দিন দানধ্যান করলে পুণ্যলাভ হয়।

১০ ১৫

এই দিনে আমিষ খাবার খাওয়া উচিত নয়।

১১ ১৫

নেতিবাচক চিন্তা-ভাবনা করবেন না। ভাল কথা ভাবুন। অন্যের সঙ্গেও ভাল ব্যবহার করুন।

১২ ১৫

কোনও রকমের নেশার জিনিস খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন।

১৩ ১৫

ঘর অপরিষ্কার করে রাখবেন না। এতে দেবী রুষ্ট হন। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement