কালীর সবচেয়ে প্রিয় ফুল জবা। প্রায় সব বাঙালি বাড়িতেই এই পুজোয় তাই জবা ফুল লাগে। চেনা লাল রং তো বটেই, সঙ্গে সাদা, হলুদ, বেগুনি, গোলাপি- নানা ধরনের জবারই এখন সম্ভার চার পাশে। মা কালীর প্রিয় ফুলে বাজার ছেয়ে গিয়েছে এখন।
দেখতে যেমন সুন্দর, তেমন এই ফুল উপকারীও কিন্তু! সে খবর জানা আছে কি? পুজো ছাড়াও আর কী কী কাজে লাগতে পারে জবা ফুল, কালী পুজোর ঠিক আগে রইল তার সুলুক সন্ধান।
চুলের যত্নে জবা চুল কালো করতে জবা ফুল খুবই কার্যকরী। বাদামের মতো এটিও দ্রুত চুলের দৈর্ঘ্য বাড়াতে সহায়ক। এই ফুলের সাহায্যে প্রাণহীন চুল পুষ্টি পায় এবং মেরামত করা যায় রোদে ক্ষতিগ্রস্ত চুল। জবা ফুলের তেলও চুলের জন্য বিশেষ উপকারী। এটি চুলের অকাল পক্কতা ঠেকায়। এর পাশাপাশি চুল পড়া রোধেও এটি গুরুত্বপূর্ণ। জবার পাপড়ি কন্ডিশনার এবং ময়শ্চারাইজার হিসেবেও ভাল কাজ করে।
ত্বকের জন্য উপকারী জবা ফুল, চুলের পাশাপাশি ত্বকের জন্যও খুবই উপকারী। এটি ব্রণ, সান-ট্যান এবং ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে বিশেষভাবে কার্যকরী। ত্বকের কালচে ভাব দূর করে ফর্সা করতেও ব্যবহৃত হয়। ত্বকের বলিরেখা দূর করতে কাজ করে জবা।
জবা, বোটক্স উদ্ভিদ নামেও পরিচিত। কারণ এটির প্রাকৃতিক বোটক্স প্রভাব রয়েছে। ত্বক ও চুলের যত্নের পাশাপাশি জবা পাতার চা স্বাস্থ্যের জন্য থেকেও বেশ উপকারী। এটি অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ যা রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে এবং এবং টাইপ-২ ডায়াবেটিসেও উপকারী।
জবা ফুলের রয়েছে আরও নানা গুণ। আয়রনের ঘাটতি দূর করতে, ত্বকের বার্ধক্য দূর করতে, ওজন কমাতে , উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ও কিডনির সমস্যা নিয়ন্ত্রন করতে জবা ফুলের ঔষধি গুণ অনেকেরই অজানা।
মেয়েদের ঋতুচক্রজণিত সমস্যায় জবা খুবই উপকারী । জবা ফুল দিয়ে তৈরি চা খেলে অনিয়মিত ঋতুচক্রের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ।
জবা ফুলের চা চুল ও ত্বক ছাড়াও, জবা ফুল ও পাতা দিয়ে তৈরি চা ও অনান্য মিশ্রণ খুব উপকারী । যেগুলি বাড়িতে খুব সহজেই তৈরি করা হয় ৷ জবা পাতা দিয়ে তৈরি চা উচ্চ রক্তচাপ ও হৃদযন্ত্রের সমস্যার ক্ষেত্রে ভালো কাজ দেয় । এতে হৃদস্পন্দন স্বাভাবিক থাকে এবং শরীরে স্বস্তি আসে। একইসঙ্গে অ্যানিমিয়া রোগীদের জন্যও জবা উপকারী । এর নিয়মিত সেবনে শরীরে রক্তের পরিমাণ বাড়ে।
এছাড়াও জবা-চা শরীরে কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখে, সর্দি-কাশি সারায় এবং মুখের ঘা থেকে মুক্তি দেয় । তবে আয়ুর্বেদিক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে তবেই একমাত্র খাওয়া উচিত । তার কারণ অনেক ক্ষেত্রে এর সেবন ক্ষতিকারকও হতে পারে । কম রক্তচাপ আছে এমন মানুষদেরও জবা-চা খাওয়া উচিত নয়, কারণ তা রক্তচাপ আরও কমিয়ে দিতে পারে।
পুজোর অপরিহার্য বলে এমনিতেই সুনাম ছিল। এমন উপকারিতার খবরে আপনার বাড়ির জবা ফুলের কদর আরও একটু বেড়ে গেল, তাই না?