হিন্দু শাস্ত্র মতে দীপাবলি বা দুর্গাপুজো অত্যন্ত শুভ উৎসব। সেই সঙ্গে কালীপুজো। কালীপুজোর রাতে অনেকেই বাড়িতে লক্ষ্মী পুজো করেন। সাধারণত এপার বাংলার মানুষদের মধ্যে কালীপুজোর দিনে লক্ষ্মীপুজো করার চল রয়েছে। কালী হোক বা লক্ষ্মী, যে কোনও পুজোর আগেই ঘর পরিষ্কার করে অলক্ষ্মী বিদায়ের রীতি রয়েছে হিন্দু বাড়িতে।
শাস্ত্রে বলে, লক্ষ্মীলাভের জন্য ঘর পরিষ্কার করে অলক্ষ্মী বিদায় করাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই ঘর পরিষ্কারের ক্ষেত্রে রয়েছে কিছু নির্দিষ্ট বিধি। কী কী অপ্রয়োজনীয় জিনিস ঘর থেকে বার করে দেবেন, আর কী কী ঘরে রাখবেন, রইল তারই তালিকা। দীপাবলীর আগে জেনে নিন সেই নিয়মকানুন। ঘরে বসত হোক লক্ষ্মীর।
১। সবার আগে নিজের বাড়ি পরিষ্কার করে রাখা উচিত। বাড়ির প্রতিটি জায়গা যেন পরিচ্ছন্ন থাকে। বাস্তুশাস্ত্র মতে, পরিষ্কার বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে খুব সহজেই।
২। কোন ভাঙা কাচের টুকরো বাড়িতে রাখা উচিত নয়। এতে নেতিবাচক শক্তির আগমন ঘটে। তাই ঘর পরিষ্কারের সময়ে কোথাও কোনও ভাঙা কাচের টুকরো দেখলে তা ফেলে দেওয়াই শ্রেয়।
৩। বাস্তুশাস্ত্র মতে বন্ধ হয়ে যাওয়া ঘড়ি বাড়িতে অমঙ্গল ডেকে আনে। তাই যে ঘড়ির ব্যাটারি ফুরিয়ে গিয়েছে, অথবা একেবারেই খারাপ হয়ে গিয়েছে, সেগুলোর মায়া ত্যাগ করে ফেলে দেওয়াই উচিত। তাতেই হবে অলক্ষ্মী বিদায়।
৫। ভাঙা মূর্তি, ছোটদের খারাপ হয়ে যাওয়া খেলনা বা পুতুল বাড়িতে নেতিবাচক শক্তির আগমন ঘটায়। দীপাবলীর ঘর পরিষ্কারের সময়ে এগুলোকে বিদায় জানানো উচিত।
৬। একদম শুকিয়ে যাওয়া গাছ বা টবে লাগানো মৃত গাছকে উপড়ে ফেলে দিয়ে সেই টবে নতুন প্রাণের সঞ্চার করতে হবে।
৭। ছেঁড়া জুতো বা চটি বাড়ি থেকে সরিয়ে ফেলা জরুরি। অব্যবহৃত পুরনো অনেক চটি থেকে যায় বাড়িতে। দরকার না পড়লে সেগুলোকে বিদায় জানান।
৮। এ ছাড়া ঘরের ঝুল পরিষ্কার করা, বাথরুম সাফাই, ঘরের চাদর-পর্দা কুশন কভার বদল, নতুন ফুলদানি, টেবিল বা ফ্রিজের কভারে নতুনত্ব আপনার ঘরে এনে দেবে মা লক্ষ্মীকে। দীপাবলীর আগে এই নিয়মগুলো মেনে চলে তাই ঘুরিয়ে ফেলুন আপনার ভাগ্যের চাকা!